যুক্তরাষ্ট্রের সিয়াটলে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৬

Shakil Shakil

Ahmed

প্রকাশিত: ১২:৩০ অপরাহ্ণ, মার্চ ৩, ২০২০

চীন থেকে গোটা বিশ্বে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ৬ জন মারা গেছে। একই সঙ্গে আক্রান্তের সংখ্যাও।

দেশটির সিয়াটল শহরে আরও চারজনের মৃত্যুর ঘটনায় মৃতের সংখ্যা ছয়জনে দাঁড়িয়েছে। খবর রয়টার্স ও সিএনএনের।

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে মারা যাওয়া সবাই সিয়াটলের বাসিন্দা ছিলেন। সিয়াটলের স্বাস্থ্য কর্মকর্তা ডা. জেফ ডুচিন সোমবার করোনাভাইরাস সংক্রমণজনিত অসুস্থতায় মৃতের সংখ্যা বৃদ্ধি পাওয়ার এ ঘোষণা দেন।

এর আগে ওয়াশিংটনে ভাইরাসটিতে দুজনের মৃত্যু হয়েছিল। এর পর আরও চারজনের মৃত্যু হওয়ায় রাজ্যটিতে মৃতের সংখ্যা ছয়জনে দাঁড়াল।

এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রজুড়ে আক্রান্তের সংখ্যা আরও বাড়ার আশঙ্কায় স্বাস্থ্য পরীক্ষা জোরদার করেছে দেশটির স্বাস্থ্য বিভাগ।

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের তথ্য অনুযায়ী, দেশটিতে করোনাভাইরাস আক্রান্তের মোট সংখ্যা বেড়ে ১০২ জনে দাঁড়িয়েছে।

আক্রান্তদের মধ্যে ৪৫ জনকে জাপানের ইয়োকাহামা বন্দরে কোয়ারেন্টিন থাকা প্রমোদতরী ডায়মন্ড প্রিন্সেস থেকে ও আরও তিনজনকে সংক্রমণের উৎসস্থল চীনের উহান থেকে ফিরিয়ে আনা হয়েছিল। এর বাইরে যুক্তরাষ্ট্রের ১১টি অঙ্গরাজ্যে আরও ৫৪ জন আক্রান্ত হয়েছেন।

আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি ২০ জন ক্যালিফোর্নিয়ায়। ওয়াশিংটনে ১৮ জন, এ রাজ্যের সিয়াটল শহরেই করোনাভাইরাসে সৃষ্ট রোগ কভিড-১৯ রোগে ছয়জনের মৃত্যু হয়েছে।

তবে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স হোয়াইট হাউসের এক ব্রিফিংয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রের করোনভাইরাসজনিত ঝুঁকি এখনও কম।

গত বছরের ৩১ ডিসেম্বর উহানে প্রথম করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হওয়ার পর থেকে ভাইরাসটি অ্যান্টার্কটিকা মহাদেশ ছাড়া সব মহাদেশে ছড়িয়ে পড়েছে।

ভাইরাসটিতে সোমবার পর্যন্ত ৩ হাজার ১১৩ জনেরও বেশি লোকের মৃত্যু হয়েছে এবং ৭০ দেশে মোট আক্রান্তের সংখ্যা ৯০ হাজার ছাড়িয়ে গেছে।

আপনার মতামত দিন :