মুজিব শতবর্ষ উপলক্ষে AFMI ক্রিকেট টুর্নামেন্টে এএফএমআই টাইগার্স চ্যাম্পিয়ন। “”

Moshiur Moshiur

Rahman Noyon

প্রকাশিত: ৬:০৮ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০২০

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে AFMI (আর্মড ফোর্সেস মেডিকেল ইন্সটিটিউট) স্টুডেন্ট এসোসিয়েশন কতৃক আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট ২০২০ এর ফাইনাল খেলায় টিম “অপ্পোনেন্ট এএফএমআই হিট” কে তিন উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে টিম “এএফএমআই টাইগার্স ” । খেলার প্রারম্ভে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শতবার্ষিকীর কেক কেটে খেলার শুভ উদ্ভোধন করা হয়। উক্ত খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন এএফএমআইয়ের সাবেক ছাত্র প্রদীপ চন্দ্র দাস ও কবির হোসেন। সার্বিক সহযোগীতায় ৬ষ্ট ব্যাচের ছাত্র মোঃ সিফাত হোসেন ও আম্পায়ার হিসেবে ম্যাচ পরিচালনা করেন ৫ম ব্যাচের আরিফুল ইসলাম ও১০ম ব্যাচের একে মহিম।
দিনের শুরুতে ফাইনাল ম্যাচে প্রথমে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় AFMI HEAT । ইনিংসের গোড়াপত্তন করতে মাঠে নামেন দুই ওপেনিং ব্যাটসম্যান গিয়াস ও মাজিদ।ইনিংসের প্রথম বলে চার মেরে শুরুটা ভালো করলেও ২য় ওভারে প্রথম উইকেট হারিয়ে চাপে পড়ে যায় AFMI HEAT। নিয়মিত গতিতে উইকেট হারানোর পর শেষ দিকে হৃদয়ের ঝড়ো গতিতে রান করার ফলে নির্ধারিত ১৪ ওভার শেষে ৮ উইকেটে ১৩৪ রান তুলতে সক্ষম হয় AFMI HEAT, ৭২ রান করে অপরাজিত থাকেন হৃদয়।
১৩৪ রানের জবাবে AFMI TIGERS দলের হয়ে ব্যাট করতে মাঠে নামেন ২ ওপেনিং ব্যাটসম্যান সিফাত ও সিয়াম। তাদের শুরুটা ভালো হলেও দলীয় ৬২ রানের মাথায় ১ম উইকেট হারায় AFMI TIGERS দূর্ভাগ্যবশত রান আউটে সাজঘরে ফিরেন অধিনায়ক সিফাত। পরের ওভারে আরেকটি উইকেট হারিয়ে খানিকটা চাপে পড়ে AFMI TIGERS। নিয়মিত উইকেট হারিয়ে চাপে পড়া AFMI TIGERS এত দলীয় সংগ্রহ দাড়ায় ৩ উইকেটে ৭০ রান। ১১ ওভার শেষে ১০৭ রানে ৭ উইকেট হারিয়ে বসে AFMI TIGERS যার ফলে জয়ের কাচজে এসেও ছিটকে পড়ার সম্ভাবনা জাগে, তখন জয়ের জন্য প্রয়োজন ৩ ওভারে ২৭ রান। সাকিল ও হাসনাত এর ঝড়ো ব্যাটিংয়ে ৪ বল বাকি থাকতে ৩ উইকেটে জয়লাভ করে AFMI টীগেড়শ।

আপনার মতামত দিন :