প্রয়োজনে লক ডাউন: স্বাস্থ্যমন্ত্রী Emon Emon Chowdhury প্রকাশিত: ১২:৫৫ পূর্বাহ্ণ, মার্চ ২৩, ২০২০ সারাবিশ্বে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ রোধে প্রয়োজনে লক ডাউন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। বুধবার (১৮ মার্চ) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অনকোলজি বিভাগ আয়োজিত এক সভায় এ কথা বলেন তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ইউরোপের দেশগুলো লক ডাউনে রয়েছে। আমরাও প্রয়োজনে সে প্রদেক্ষেপ গ্রহণ করবো। ইতিমধ্যে আমরা স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিয়েছি।সকল ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে, জনসমাবেশ এড়িয়ে চলতে জনগণকে পরামর্শ দেয়া হয়েছে। এমনকি মুজিববর্ষের অনুষ্ঠান সংকোচিত করা হয়েছে ’। তিনি আরও বলেন, চীন, কোরিয়া লক ডাউন ও হোম কোয়ারেন্টাইনের মাধ্যমে করোনা পরিস্থিতি অনেকাংশেই সামাল দিয়েছে। চীনে বর্তমানে নতুন করে আক্রান্তের সংখ্যা একদম কমে এসেছে। তাদের থেকে নেওয়া অভিজ্ঞতার আলোকে সরকার কাজ করছে। সরকারের প্রস্তুতির বিষয়ে মন্ত্রী বলেন, চীনে যখন প্রথম করোনার প্রাদুর্ভাব ঘটে তখন জানুয়ারি মাসেই এ নিয়ে সভা করা হয়। সে সভার মাধ্যমে সরকার তিনটি কমিটি গঠন করেছে। জাতীয়, জেলা এবং উপজেলা পর্যায়ে কমিটিগুলো কাজ করছে। সম্প্রতি ইউনিয়ন পর্যায়েও কমিটি করা হয়েছে।সরকারের ব্যবস্থাপনায় প্রায় ৫ হাজার লোক সেল্ফ কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। বিভিন্ন হাসপাতালগুলোতে কোয়ারেন্টাইন এবং আইসোলেসনের ব্যবস্থা রাখা হয়েছে। করোনাভাইরাস শনাক্তকরণ পরীক্ষার বিষয়ে জাহিদ মালেক বলেন, সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) ছাড়াও আরো বেশ কিছু পরীক্ষা কেন্দ্র চালু করার বিষয়ে কাজ চলছে। এ বিষয়ে ইতিমধ্যে বিএসএমএমইউয়’র উপাচার্যের সাথেও আলোচনা হয়েছে। খুব শিগগিরই বিএসএমএমইউসহ আরও বেশকিছু হাসপাতালে করোনা পরীক্ষা কেন্দ্র চালু করা হবে। একই দিনে সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, অন্যান্য দেশের মতো যেখানে যেখানে প্রয়োজন, সেখানে ‘শাটডাউন’ করা হবে। কারণ, সবার আগে মানুষকে বাঁচাতে হবে। আপনার মতামত দিন : SHARES জাতীয় বিষয়: