করোনা ভাইরাসের গুজব ছড়ানোয় এক চিকিৎসক আটক Emon Emon Chowdhury প্রকাশিত: ১২:৫৯ পূর্বাহ্ণ, মার্চ ২৩, ২০২০ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক মেসেঞ্জারে ‘হ্যালো রোহান’ নামে একটি অডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে চট্টগ্রাম মহানগর যুবদল নেতা ও চিকিৎসক ইফতেখার আদনানকে গ্রেপ্তার করেছে পুলিশ। নগর পুলিশের অতিরিক্ত কমিশনার শ্যামল কুমার নাথ এ তথ্য নিশ্চিত করেছেন। শনিবার (২১ মার্চ) সন্ধ্যা ৭টায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। শ্যামল কুমার জানান, ডা. ইফতেখার আদনান চট্টগ্রাম নগর যুবদলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক। তিনি বাংলাদেশ মেডিকেল সেন্টারে কর্মরত আছেন। সম্প্রতি ফেসবুক মেসেঞ্জারে ‘হ্যালো রোহান’ নামে ৩৫ সেকেন্ডের একটি অডিও ব্যাপক ভাইরাল হয়। ওই অডিওতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে কর্মরত এক চিকিৎসক রোহান নামের সতর্ক করে বলেন, সরকার ১৮ থেকে ১৯ জনের মৃত্যুর খবর গোপন করছে। তিনি বলেন, চট্টগ্রাম নগরীর একটি রেস্টুরেন্ট থেকে ডা. ইফতেখার আদনানকে গ্রেপ্তার করা হয়। তিনিই এই অডিওটি তৈরি করেছেন, এরপর সেটা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছে। আমরা এটা নিশ্চিত হয়েই তাকে গ্রেপ্তার করেছি। এখন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এ বিষয়ে নগর পুলিশের উপকমিশনার (উত্তর) বিজয় বসাক গণমাধ্যমকে বলেন, ‘হ্যালো রোহান তুমি নামাজ কালাম পড়বা’ এই শিরোনামে ৩৫ সেকেন্ডের একটি অডিও ছড়িয়েছেন ডা. ইফতেখার আদনান। এর মাধ্যমে তিনি জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছেন। পাশাপাশি রাষ্ট্রের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ এনেছেন। তদন্তে আমরা জানতে পেরেছি, আদনান অডিওটি তৈরি করার পরে মালয়েশিয়ায় অবস্থান করা তার এক ছোট ভাইকে পাঠিয়ে দেয়। কিন্তু তার পাঠানো অডিও বার্তাটি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অডিওর মধ্যে কিছুটা তথ্যের গড়মিল আছে। তদন্তের মাধ্যমে সেটা বের করার চেষ্টা চলছে। তিনি বলেন, সরকারের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করেছেন ডা. আদনান। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অডিও ভয়েস রেকর্ডটি তার বলে স্বীকার করেছে। তার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না এ বিষয়টি আমরা খতিয়ে দেখছি। আপনার মতামত দিন : SHARES অপরাধ ও অসংগতি বিষয়: