কানাডাতে করোনায় মৃত্যু বেড়ে ১৯ Emon Emon Chowdhury প্রকাশিত: ১:৫৮ পূর্বাহ্ণ, মার্চ ২৩, ২০২০ প্রাণঘাতী করোনাভাইরাসে কানাডায় মৃতের সংখ্যা একদিনেরওে কম সময়ে প্রায় ৫০ শতাংশ বেড়েছে। গতকাল শনিবার দেশটিতে করোনায় মৃতের সংখ্যা ১৩ থাকলেও আজ রোববার তা বেড়ে হয়েছে ১৯। দেশটির সংবাদমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে। সাউথ চায়না মনিং পোস্টের অনলাইন প্রতিবেদন অনুযায়ী, কানাডায় এখন পর্যন্ত ১ হাজার ৩০২ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। এরমধ্যে গত একদিনে এই সংখ্যাটা বেড়েছে সবচেয়ে বেশি। শনিবার আক্রােন্তের সংখ্যা ১ হাজার ৯৯ থাকলেও রোবার তা বেড়ে হয়েছে ১ হাজার ৩০২। এদিকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো গতকাল শনিবার বলেছেন, দেশে এই সংকট আরও কয়েক মাস অব্যাহত থাকবে। কানাডা ইতোমধ্যে জরুরি প্রয়োজন ছাড়া তাদের সব সীমান্তে চলাচল বন্ধ ঘোষণা করেছে। করোনাভাইরাসে মতো একটি বৈশ্বিক মহামারিতে ক্ষতিগ্রস্তদের সহায়তায় ২ হাজার ৭০০ কোটি কানাডিয়ান ডলারের একটি প্যাকেজ ঘোষণা করেছে সরকার। প্রধানমন্ত্রী ট্রুডো সাংবাদিকদের বলেছেন, ‘এটা হলো আসন্ন বেশ কিছু পদক্ষেপের মধ্যে প্রথম। আমাদের অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে সাহায্য করার জন্য আমরা আমরা আরও বেশ কিছু পদক্ষেপ নিতে যাচ্ছি। যত সপ্তাহ কিংবা মাসই এই মহামারি থাকুক না কেন। হয়তো এটা আরও কয়েক মাস থাকবে।’ আপনার মতামত দিন : SHARES আন্তর্জাতিক বিষয়: