৩০০ টাকার হ্যান্ড স্যানিটাইজার ৮০০ টাকা, এক লাখ টাকা জরিমানা Shakil Shakil Ahmed প্রকাশিত: ১০:২৫ পূর্বাহ্ণ, মার্চ ২৪, ২০২০ ৩০০ টাকার হ্যান্ড স্যানিটাইজার ৮০০ টাকায় বিক্রির অপরাধে দুই প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদফতরের মোবাইল টিমের অভিযানে এ জরিমানা করেছে। ২৩ মার্চ সোমবার রাজধানীর হাটখোলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর জানায়, রাজধানীর ইত্তেফাক মোড়ের দক্ষিণ পাশে হাটখোলা রোডে অবস্থিত সায়েন্টিফিক দোকানগুলোতে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মো. আবদুল জব্বার মন্ডল। অভিযানকালে হ্যান্ড স্যানিটাইজারের দাম ৩০০ টাকার পরিবর্তে ৮০০ টাকায় বিক্রির অপরাধে মডার্ন সায়েন্টিফিক শপ এবং হাটখোলা সায়েন্টিফিক শপকে ৫০ হাজার করে এক লাখ টাকা জরিমানা করা হয়। আব্দুল জব্বার মন্ডল জানান, ফেসবুক মেসেঞ্জারে মাধ্যমে অনেক ভোক্তা হ্যান্ড স্যানিটাইজার উচ্চমূল্যে বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ করেন। তাদের অভিযোগের ভিত্তিতেই এই অভিযান। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, সিটি কর্পোরেশনের প্রতিনিধিরাও অভিযানে সহায়তা দেন। আপনার মতামত দিন : SHARES অপরাধ ও অসংগতি বিষয়: