বিএসএমএমইউতে নিয়মিত রোগী ভর্তি বন্ধ Emon Emon Chowdhury প্রকাশিত: ৯:৫৭ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০২০ করোনাভাইরাস মহামারী পরিস্থিতিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) চিকিৎসকসহ কর্মরত সকলের সুরক্ষায় সব ধরনের নিয়মিত রোগী ভর্তি বন্ধ করা হয়েছে। তবে জরুরি রোগী ভর্তি যথারীতি চালু থাকবে। কর্তৃপক্ষের নির্দেশক্রমে গত বৃহস্পতিবার (১৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. এ বি এম আব্দুল হান্নান স্বাক্ষরিত এক নোটিসে এ কথা বলা হয়েছে। নোটিসে আরও বলা হয়েছে, করোনাভাইরাসের পরিস্থিতি বিবেচনায় নিয়ে বিএসএমএমইউ হাসপাতালে কর্মরত শিক্ষক, চিকিৎসক, নার্স, কর্মকর্তা, কর্মচারীগণের সুরক্ষায় পরবর্তী নিদেশে না দেওয়া পর্যন্ত হাসপাতালে সব ধরনের নিয়মিত রোগী ভর্তি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে জরুরি রোগী ভর্তি যথারীতি চালু থাকবে। শনিবার (২১ মার্চ) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলেও নোটিসে বলা হয়েছে। আপনার মতামত দিন : SHARES ক্যাম্পাস সংবাদ বিষয়: