করোনা আক্রান্ত ডাক্তারের সংস্পর্শ: কোয়ারেন্টাইনে অ্যাঞ্জেলা মার্কেল

Emon Emon

Chowdhury

প্রকাশিত: ১০:০৩ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০২০

প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্তের আশঙ্কার তালিকায় যুক্ত হলো বিশ্ব নেতাদের আরেকটি নাম। করোনা আক্রান্ত এক চিকিৎসকের সঙ্গে দেখা করার পর নিজে থেকেই হোম কোয়ারেন্টাইনে গেলেন জার্মানির চান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল।

সোমবার (২৩ মার্চ) যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে।

মার্কেলের মুখপাত্র স্টিফেন সেবার্ট জানান, গত শুক্রবার তিনি এক চিকিৎসকের সাথে বৈঠক করেন। তারপর রবিবার একটি সংবাদ সম্মেলনের পরই ওই চিকিৎসকের করোনা আক্রান্তের খবর জানানো হলে এ সিদ্ধান্ত নেয়া হয়। এই তথ্য পাওয়ার পরেই অ্যাঞ্জেলা মার্কেল নিজ ইচ্ছায় হোম কোয়ারেন্টাইনে যান।

এদিকে জার্মানিতে দুইজনের অধিক লোক একত্রে সমাগম হওয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির সরকার। করোনার বিস্তার রোধে সোশ্যাল ডিস্টেন্সিংয়ের গুরুত্ব বোঝাতে এ পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানানো হয়।

উল্লেখ্য, করোনায় বিস্তরভাবে সংক্রমিত দেশগুলোর মধ্যে জার্মানির অবস্থান পাঁচে। রবিবার পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ২৪ হাজার ৭১৪ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ধরা পড়েছে ২ হাজার ৩৫০ জন। এখন পর্যন্ত দেশটিতে মৃত্যু হয়েছে ৯২ জনের, যার মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৮ জন।

আপনার মতামত দিন :