এনাম মেডিকেলের শিক্ষার্থীদের বিনামূল্যে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ Emon Emon Chowdhury প্রকাশিত: ১০:০৬ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০২০ স্বাস্থ্যসেবার সাথে নিয়োজিত মানুষ এবং সমাজের গরীব মানুষদের মধ্যে বিনামূল্যে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছে এনাম মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। বিতরণকৃত হ্যান্ড স্যানিটাইজার তারা নিজেরাই উৎপাদন করেছেন। মাঙ্গলবার (২৪ মার্চ) এনাম মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের মধ্যে বিনামূল্যে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়। জানা যায়, কোভিড-১৯ এর কারণে বাজারে হ্যান্ড স্যানিটাইজারের অপ্রতুলতার কারণে স্বাস্থ্যসেবার সাথে নিয়োজিত মানুষ এবং সমাজের গরীব মানুষদের মধ্যে বিনামূল্যে বিতরণের জন্য তাদের এ উদ্যোগ। মেডিকেল কলেজের শিক্ষার্থী এবং শিক্ষকগণ সম্মিলিতভাবে তৈরি করছেন এ হ্যান্ড স্যানিটাইজার। তাদের এ কাজে সার্বিক সহযোগিতা করছে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ফার্মাসি বিভাগের শিক্ষার্থীরা। এনাম মেডিকেলের শিক্ষার্থী শোয়েব আহমেদ মেডিভয়েসকে জানান, উৎপাদনের পর তারা ইতিমধ্যে হাসপাতালে দায়িত্ব পালন করছে এমন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের মধ্যে তা বিতরণ করেছেন। তিনি আরও জানান, তারা আরও হ্যান্ড স্যানিটাইজার উৎপদনের উদ্যোগ নিয়েছেন এবং ২০০ লিটার উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছেন। প্রসঙ্গত, করোনাভাইরাস চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে সারা বিশ্বব্যাপী সংক্রমিত হয়েছে। এখন পর্যন্ত এতে প্রাণ হারিয়েছে ১৭ হাজারেরও অধিক মানুষ এবং আক্রান্ত হয়েছে প্রায় ৩ লাখ ৯৩ হাজার মানুষ। বাংলাদেশেও এর সংক্রমণ ঘটেছে। বাংলাদেশে এর প্রদুর্ভাবের পর থেকেই বাজারে সংক্রমণ প্রতিরোধে ব্যবহ্নত হ্যান্ড স্যানিটাইজারের তীব্র সংকট দেখা দেয়। এই সুযোগে এক শ্রেনীর অসাধু ব্যবসায়ি এর দাম অস্বাভাবিক বৃদ্ধি করে, ফলে তা সাধারণ খেটে খাওয়া মানুষের নাগালের বাইরে চলে যায়। আপনার মতামত দিন : SHARES ক্যাম্পাস সংবাদ বিষয়: