র্যাগিংয়ের দায়ে সাতক্ষীরা মেডিকেলের ৭ শিক্ষার্থী বহিষ্কার Emon Emon Chowdhury প্রকাশিত: ১০:১৮ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০২০ শৃঙ্খলা ভঙ্গসহ র্যাগিংয়ের অভিযোগে সাতক্ষীরা মেডিকেল কলেজের সাত শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। এছাড়া একই অপরাধে আরও ১১ শিক্ষার্থীকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়। বহিষ্কার হওয়া শিক্ষার্থীদের মধ্যে চার ছাত্রী ও তিন ছাত্র রয়েছেন। তারা হলেন- এমবিবিএস দ্বিতীয় বর্ষের অনিক সাহা, জয় সরকার, মোহাম্মদ হানিফ, মাহফুজা ইসলাম দিনা, প্রেয়সী রাণী রায়, ফারহা শামান্ত রহমান ও শারমিন ফাহরিয়া। মঙ্গলবার এক জরুরি সভায় কলেজের একাডেমিক কাউন্সিল ও শৃঙ্খলা কমিটি এ সিদ্ধান্ত নেয়। মেডিকেল কলেজ সূত্রে জানা যায়, গত ৯-১২ জানুয়ারি কলেজে এমবিবিএস প্রথম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের র্যাগিং করেন দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা। এ সময় তাদের শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়। পরে ভুক্তভোগী শিক্ষার্থীরা কলেজ কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেন। সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. কাজী হাবিবুর রহমান গণমাধ্যমকে জানান, র্যাগিংয়ের সঙ্গে জড়িত ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ প্রমাণিত হওয়ায় চার ছাত্রী ও তিন ছাত্রকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত এসব শিক্ষার্থীকে কলেজ হোস্টেল ছাড়তে বলা হয়েছে। তাদেরকে একাডেমিক সকল কার্যক্রম থেকে নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া ১১ শিক্ষার্থীকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করে সতর্ক করা হয়েছে। তিনি বলেন, ভবিষ্যতে যেন কলেজে এ ধরনের কার্যক্রম না হয়, সেজন্য সকল শিক্ষার্থীকে সতর্ক করা হয়েছে। কলেজে কোনো ধরনের বিশৃঙ্খলা সহ্য করা হবে না। প্রসঙ্গত, ঘটনার তদন্তে ১৫ জানুয়ারি কলেজ কর্তৃপক্ষ আট সদস্যের একটি কমিটি গঠন করে। কমিটির সদস্যরা ১৮ জনকে দোষী সাব্যস্ত করে ৯ মার্চ তদন্ত প্রতিবেদন জমা দেয়। মঙ্গলবার কলেজ কর্তৃপক্ষ জরুরি সভা করে ওই ১৮ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দিয়েছে। আপনার মতামত দিন : SHARES অপরাধ ও অসংগতি বিষয়: