দেশে করেনায় নতুন আক্রান্ত ৬, মৃত ১

Emon Emon

Chowdhury

প্রকাশিত: ১০:২০ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০২০

দেশে নতুন করে ৬ জনের দেহে করোনাভইরাস শনাক্ত হয়েছে, আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ১ জন। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩৩ জন।

সোমবার (২৩ মার্চ) বিকালে এক ভিডিও কনফারেন্সে এ তথ্য জানানা সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। সংক্রমণ রোধে সতর্কতা হিসেবে প্রথমবারের মতো নিয়মিত ব্রিফিং ফেইসবুক লাইভে করা হয়।

সেব্রিনা ফ্লোরা জানান, দেশে নতুন করে ৬ জন মানুষের দেহে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। আক্রান্তদের ৩ জন মহিলা এবং ৩ জন পুরুষ রয়েছেন। তাদের একজনের বয়স ৩০ বছরের মধ্যে, ২ জনের বয়স ৩০ থেকে ৪০ এর মধ্যে, একজনের বয়স ৪০ থেকে ৫০ বছরের মধ্যে এবং বাকি ২ জন ষাট উর্ধ। এদের মধ্যে একজন মারা গেছেন। তাদের মধ্যে দুইজন ভারত ও বাহরাইন থেকে দেশে এসেছেন, বাকি তিনজন স্থানীয়ভাগে সংক্রমিত হয়েছেন। নতুনভাবে আক্রান্তদের মাধ্যে এক স্বাস্থ্যকর্মীও রয়েছে।

তিনি আরও জানান, করোনাভাইরাস সম্পর্কিত হট লাইনে কল গ্রহন করা হয়েছে ১৭১৬টি। আইইডিসিআরে সরাসরি নমুনা সংগ্রহ বন্ধ করা হলেও রোগী আসায় ১২ জনের নতুনা সংগ্রহ করা হয়েছে এবং গত ২৪ ঘন্টায় মোট ৫৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। মোট আক্রান্ত সন্দেহভাজন হিসেবে আইসোলেশনে আছেন ৫১ জন। বিাভিন্ন প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন ৪৬ জন।

প্রসঙ্গত, চীন হুবেই শহর থেকে ছড়িয়ে পরা এ প্রাণঘাতী ভাইরাসে এখন পর্যন্ত ১৪ হাজার ৭ শত ৯০ জন মানুষ মরা গেছেন। মোট আক্রান্ত হয়েছেন ৩লক্ষ ৪৩হাজার ৪শত ২১ জন এবং সুস্থ হয়েছে ৯৮ হাজার ৮ শত ৯৬ জন। সারাবিশ্বের মত বাংলাদেশেও এর প্রদুর্ভাব ঘটেছে। বাংলাদেশে এখন পর্যন্ত ৩৩ জন আক্রান্ত হয়েছে, মারা গেছে ৩ জন এবং সুস্থ হয়েছে ৮ জন।

আপনার মতামত দিন :