সরকারের নিষেধাজ্ঞা অমান্য করায় সেই সিভিল সার্জন ওএসডি Emon Emon Chowdhury প্রকাশিত: ১০:২১ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০২০ ব্রাহ্মণবাড়িয়ায় জনসমাগম ঘটিয়ে মেয়ের বিয়ে দেওয়ায় সিভিল সার্জন ডা. মো. শাহআলমকে স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি করা হয়েছে। তাঁকে মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে পদায়ন করা হয়েছে। আজ রোববার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব শারমিন আক্তার জাহানের সই করা এক প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়। সারাদেশে করোনাভাইরাস সতর্কতায় সরকারের নিষেধাজ্ঞার অমান্য করায় জনস্বার্থে এ আর্দেশ দেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। প্রসঙ্গত, করোনাভাইরাস প্রতিরোধে সারাদেশে জনসমাগম, মাহফিল, সভা-সমাবেশ ও সামাজিক অনুষ্ঠান আয়োজন না করার নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। জনসমাগমের উপর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও চিকিৎসক শাহআলম গত শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জনের বাসভবনে মেয়ের বিয়ের অনুষ্ঠান আয়োজন করেন। ওই অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলায় কর্মরত চিকিৎসকসহ প্রায় ৩০০ জনকে আমন্ত্রণ জানানো হয়েছিল। আপনার মতামত দিন : SHARES অপরাধ ও অসংগতি বিষয়: