করোনা মোকাবিলায় কোনো সরঞ্জাম নেই বলা যাবে না: ওবায়দুল কাদের

Emon Emon

Chowdhury

প্রকাশিত: ১০:২৩ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০২০

প্রাণঘাতী করোনা ভাইরাস মোকাবেলায় হাসপাতালগুলোতে কোন ধরনের সরঞ্জাম নেই -এসব কথা না বলার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, আমাদের সরঞ্জামের ঘাটতি আছে। তবে কোনো ধরনের সরঞ্জাম নেই এটা বলা যাবে না। সরকারের পক্ষ থেকে এসব সরঞ্জাম সংগ্রহ করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে।

সোমবার (২৩ মার্চ) বেলা সাড়ে ১১টায় সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের কারণে আওয়ামী লীগের কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত ২৬ মার্চ স্বাধীনতা দিবসের সব অনুষ্ঠান বাতিল ঘোষণা করা হয়েছে। করোনার প্রকোপ কমাতে প্রয়োজন হলে বাস চলাচলও বন্ধ করা হবে। বাস্তবতাকে অস্বীকার বা এড়িয়ে কিছু করা হবে না। যখন যে ব্যবস্থা নেওয়া প্রয়োজন সে বিষয়ে শেখ হাসিনা সরকার প্রস্তুত আছে।

দেশে কোন খাদ্য সংকট নেই জানিয়ে ওবায়দুল কাদের বলেন, দেশে বর্তমানে কোনো প্রকার খাদ্য সংকট নেই। অহেতুক মজুদকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, জনপ্রতিনিধরা করোনা ভাইরাসে স্থানীয়দের সতর্ক করুন। কারো মধ্যে করোনা ভাইরাসের উপসর্গ দেখা দিলে সঙ্গে সঙ্গে আমাদের জানান।

আপনার মতামত দিন :