লেকচারার শহিদুল ইসলাম বেলালের প্রচেষ্টায় ডেইলি স্টারে ” টেকনোলজিস্ট ” শব্দ সংযোজন Emon Emon Chowdhury প্রকাশিত: ১০:৩৫ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০২০ গত ২৩ মার্চে ” দি ডেইলি স্টার” এর অনলাইন নিউজ পোর্টালে বিভাগীয় শহরে করোনা ভাইরাস পরীক্ষা হবে মর্মে খবর প্রচার করে।খবরের ভিতরের স্বাস্থ্য অধিদপ্তরের বরাত দিয়ে ডেইলি স্টার জানায় আগামি এক সপ্তাহের মধ্যে করোনা ভাইরাস পরীক্ষার জন্য ” ল্যাবরেটরি টেকনিশিয়ান” নিয়োগ করা হবে এবং জেলা পর্যায়ে ” ল্যাবরেটরি টেকনিশিয়ান” এর সংখ্যা নিরুপন চলছে। সংশোধনের আগের খবর উক্ত খবরে রাজশাহী আইএইচটির লেকচারার এবং বঙ্গবন্ধু মেডিকেল টেকনোলজিস্ট পরিষদের কেন্দ্রীয় যুগ্ম- সাধারণ সম্পাদক জনাব শহিদুল ইসলাম বেলাল ডেইলি স্টার এর অনলাইন নিউজ পোর্টালে “টেকনিশিয়ান” এর স্থলে ” মেডিকেল টেকনোলজিস্ট ” সংযুক্ত করার দাবী করেন এবং ডেইলি স্টার অফিসে একাধিকবার সরাসরি ফোন করে একই দাবী করেন। সংশোধনের পরের খবর ফলশ্রুতিতে দি ডেইলি স্টারের অনলাইন নিউজ পোর্টাল আজ “টেকনিশিয়ান ” শব্দ বিলুপ্ত করে ” টেকনোলজিস্ট “সংযুক্ত করে। এ বিষয়ে জনাব শহিদুল ইসলাম এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন- ” দি ডেইলি স্টারে আমাদের পেশার পদবী মেডিকেল টেকনোলজিস্ট কে বিকৃত করে টেকনিশিয়ান লেখা হয়েছিল।যেটা অনভিপ্রেত,দুঃখজনক এবং আমাদের পেশার প্রতি অসম্মান। তিনি আরো বলেন- ” আমরা অনুরোধ করবো রাষ্ট্র,সরকার,সংবাদপত্র সহ দেশের জনগন সকলেই মেডিকেল টেকনোলজিস্ট পেশাজীবী কে সঠিক পদবীতে মূল্যায়ন করুক।তাতে করোনা সংকট সহ রোগ নির্নয়ের প্রতিটি ধাপে আন্তরিকভাবে কাজ করতে মেডিকেল টেকনোলজিস্টগণ আরো বেশি উৎসাহিত হবেন” আপনার মতামত দিন : SHARES মেডিকেল টেকনোলজি বিষয়: