করোনা সচেতনতায় হাত ধোয়ালেন সংসদ সদস্য বাবলা Emon Emon Chowdhury প্রকাশিত: ৮:২৬ অপরাহ্ণ, মার্চ ২৫, ২০২০ করোনাভাইরাস বিষয়ে মানুষকে সচেতন করার লক্ষ্যে নিজ নির্বাচনী এলাকায় প্রায় ১০ হাজার মানুষের জন্য হাত ধোয়ার ব্যবস্থা করেছেন ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা। বুধবার (২৫ মার্চ) সকাল থেকে শ্যামপুরের জুরাইন বাজার, কবরস্থান মোড়,পশ্চিম জুরাইন, গেন্ডারিয়া ঢালকা নগর, গেন্ডারিয়া রেলস্টেশন, খন্দকার রোড, কদমতলীর ঢাকা ম্যাচ, মো. বাগ, মুরাদপুর, শ্যামপুর বাজার বড়ই তলা, শ্যামপুর রেল স্টেশন ও কমিশনার রোড মোড়ে লিকুইড অ্যান্টিসেপটিক সাবান দিয়ে স্থানীয়দের হাত ধোয়ানোর মধ্য দিয়ে এই কর্মসূচি পালন করে স্থানীয় জাতীয় পার্টি। এর আগে, জুরাইন বাজারে পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করেন সৈয়দ আবু হোসেন বাবলা। এ সব কর্মসূচির নেতৃত্ব দেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা সুজন দে, শেখ মাসুক রহমান, মনিরুজ্জামান, স্থানীয় জাপা নেতা ইব্রাহিম মোল্লা, ডিকে সমির, মোতালেব হোসেন, মানিক হোসেন, মো. স্বাধীন, মো. ফয়েজ, জুয়েল, আলমগীর, কবির, মাইনুল প্রমুখ। আপনার মতামত দিন : SHARES রাজনীতি বিষয়: