আমিরাতে আরও ৮৫ জন করোনায় আক্রান্ত, মোট ৩৩৩ Emon Emon Chowdhury প্রকাশিত: ৯:০৭ অপরাহ্ণ, মার্চ ২৫, ২০২০ সংযুক্ত আরব আমিরাতে নতুন করে আরও ৮৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে আমিরাতে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৩৩ জনে। বুধবার (২৫ মার্চ) স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, আমিরাতে মোট করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৩৩৩ জন, আর মৃত্যু হয়েছে ২ জনের। আজ আরও ৭ জন করোনা আক্রান্ত ব্যক্তি সুস্থ হয়ে উঠেছে। এ নিয়ে মোট সুস্থ হলো ৫২ জন। আরব আমিরাতের ফার্মেসি, সমবায় সমিতি, গ্রোচারি স্টোর এবং সুপারমার্কেটসহ খুচরা খাবার বিক্রয় কেন্দ্রগুলো ২৪ ঘণ্টা খোলা রয়েছে। তবে দোকানের ভেতরে ক্রেতার সংখ্যা মোট ক্ষমতার ৩০ শতাংশের বেশি থাকতে পারবে না। ক্রেতাদের সামাজিক দূরত্ব নির্দেশিকা অনুযায়ী দুই মিটার নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে। স্বাস্থ্য ও প্রতিরোধ মন্ত্রণালয় এবং জাতীয় জরুরি সঙ্কট ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, এনসিইএমএ-এর জারি করা বিজ্ঞপ্তি অনুসারে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। সংশ্লিষ্ট জায়গাগুলোর কর্মীদের অবশ্যই উপযুক্ত কর্তৃপক্ষ দ্বারা নির্ধারিত সতর্কতামূলক স্বাস্থ্য এবং সুরক্ষা বিধি মেনে চলতে হবে। আপনার মতামত দিন : SHARES আন্তর্জাতিক বিষয়: