আল্লাহর রহমতে করোনাভাইরাস কমবে : হুইপ ইকবালুর রহিম

Emon Emon

Chowdhury

প্রকাশিত: ১২:৩৯ পূর্বাহ্ণ, মার্চ ২৬, ২০২০

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেছেন, যারা করোনাভাইরাস নিয়ে আতঙ্ক ছড়ায় তাদের আইনের আওতায় আনতে হবে। প্রাণঘাতী করোনাভাইরাস নিয়ে গুজব সৃষ্টিকারীদের ছাড় দেয়া হবে না। করোনাভাইরাস একটি রোগ, যা সচেতনতায় ভালো হয়। তাই করোনাভাইরাসে আতঙ্কিত না হয়ে সচেতন হতে হবে।

তিনি বলেন, জনসমাগম করা যাবে না। কোনো কাজ ছাড়া বাড়ি থেকে বের হওয়া যাবে না। সাবধানতা অবলম্বন করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাভাইরাস মোকাবিলায় সর্বোচ্চ সতর্ক রয়েছেন। তিনি করোনাভাইরাস প্রতিহত করতে দিনরাত নিরলসভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। আল্লাহর রহমতে করোনাভাইরাস কমবে। তবে জনগণ যদি সচেতনতা অবলম্বন না করে তাহলে এই প্রাণঘাতী ভাইরাস ছড়িয়ে পড়বে। সচেতনতাই পারে করোনাভাইরাস মোকাবিলা করতে।

বুধবার (২৫ মার্চ) করোনাভাইরাস প্রতিরোধে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের কার্যক্রম পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। পরে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের উদ্যোগে হ্যান্ড স্যানিটাইজার উৎপাদন ও বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন হুইপ ইকবালুর রহিম।

এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক নির্মল কুমার দাস, কলেজের অধ্যক্ষ শিবেস সরকার ও দিনাজপুর বিএমএর সভাপতি ওয়ারেস আলী সরকার।

আপনার মতামত দিন :