ডিএনসিসির বিভিন্ন স্থানে জীবাণুনাশক ছিটানো অব্যাহত

Emon Emon

Chowdhury

প্রকাশিত: ১:০৫ পূর্বাহ্ণ, মার্চ ২৬, ২০২০

করোনাভাইরাস সংক্রমণ রোধে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) বিভিন্ন সড়ক, প্রতিষ্ঠানের সামনে, উন্মুক্ত স্থানে ওয়াটার বাউজারের সাহায্যে তরল জীবাণুনাশক স্প্রে করা অব্যাহত রয়েছে।

বুধবার দিনব্যাপী ডিএনসিসির আওতাধীন বিভিন্ন স্থান, বিভিন্ন অবকাঠামো এবং সড়কে থাকা যানবাহনেও জীবাণুনাশক প্রয়োগ করা হয়।

৫টি ওয়াটার বাউজার জীবাণুনাশক ছিটানোর কাজে ব্যবহারের মাধ্যমে মোট ৮০ হাজার লিটার তরল জীবাণুনাশক ডিএনসিসির প্রায় ১২ লাখ বর্গফুট এলাকায় ছিটানো হয়।

jagonews24

উত্তরা ১১, ১২, ১৩ এবং ১৪ নম্বর সেক্টর, মিরপুর এলাকার সেকশন ২, ১০, ১৩ এবং ১৪, মগবাজার, বাংলামোটর, গুলশান, বসুন্ধরা, আমিনবাজার ও গাবতলী, আগারগাঁও এলাকায় তরল জীবাণুনাশক ছিটানো হয়। শুধু সড়ক বা উন্মুক্ত স্থানই না বরং জনগণ যাতায়াত করে এমন সব অবকাঠামোতেও জীবাণুনাশক দেওয়া হচ্ছে। যেমন ফুটওভারব্রিজে, যাত্রী ছাউনিতে। যেখানে ওয়াটার বাউজার দিয়ে ছিটানো যায় না সেখানে হ্যান্ড স্প্রে এবং হুইলব্যারো মেশিনের সাহায্যে জীবাণুনাশক দেওয়া হচ্ছে। করোনাভাইরাস সংক্রমণ রোধে ডিএনসিসি কর্তৃক তরল জীবাণুনাশক ছিটানো অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

প্রসঙ্গত, ডিএনসিসি কর্তৃক গত রোববার (২২ মার্চ) থেকে পাঁচটি ওয়াটার বাউজারের সাহায্যে তরল জীবাণুনাশক প্রয়োগের কার্যক্রম শুরু করা হয়। এ পর্যন্ত মোট ২ লাখ ৩০ হাজার লিটার তরল জীবাণুনাশক ডিএনসিসির প্রধান সড়ক, উন্মুক্ত স্থান এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে স্প্রে করা হয়েছে।

আপনার মতামত দিন :