লকডাউন অমান্য, রুয়ান্ডায় ২ জনকে গুলি করে হত্যা

Emon Emon

Chowdhury

প্রকাশিত: ৬:৫৭ অপরাহ্ণ, মার্চ ২৬, ২০২০

পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের প্রকোপ কমাতে দেশব্যাপী ঘোষিত লকডাউন অমান্য করে বাড়ির বাইরে আসায় রুয়ান্ডায় দুই যুবককে গুলি করে হত্যা করেছে পুলিশ। গতকাল (২৫ মার্চ) বুধবার এ ঘটনা ঘটে।

রুয়ান্ডা ন্যাশনাল পুলিশের মুখপাত্র জন বস্কো ক্যাবেরার বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, নিহত দুই যুবক পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু করেন। এরপর গুলি করা হয়।

পূর্ব আফ্রিকার দেশগুলোর মধ্যে রুয়ান্ডার করোনাভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা সবচেয়ে বেশি। সেখানে ৪০ জন মানুষের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

আর করোনাভাইরাসের সংক্রমণ রোধে উপসাহারা অঞ্চলের দেশের মধ্যে এখানেই প্রথম লকডাউন ঘোষণা করা হয়। সপ্তাহব্যাপী লকডাউন শুরু হয় গত রোববার থেকে। শুধু জরুরি পরিষেবাগুলো এ সময় চালু আছে।

রুয়ান্ডা থেকে পেরু, জর্ডান থেকে ইতালি—বিশ্বের বিভিন্ন দেশে লকডাউনের বিষয় নিশ্চিত করতে নিরাপত্তা বাহিনী মোতায়েন করেছে।

আপনার মতামত দিন :