রাজবাড়িতে ওসির বিরুদ্ধে চিকিৎসককে লাঞ্ছিতের অভিযোগ

Emon Emon

Chowdhury

প্রকাশিত: ৭:০৩ অপরাহ্ণ, মার্চ ২৬, ২০২০

রাজবাড়ি জেলার পাংশা উপজেলায় ডা. সুপ্রভ আহমদ নামের এক চিকিৎসককে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহ্সান উল্লাহর বিরুদ্ধে। তবে, বাগবিতণ্ডার কথা স্বীকার করলেও লাঞ্ছিত করার অভিযোগ অস্বীকার করেছে ওসি।

বুধবার (২৫ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক স্যাটাসে এ অভিযোগ করেন ৩৯তম বিসিএসে নিয়োগ পাওয়া ওই চিকিৎসক।

তিনি বলেন, আজ দুপুর ২ টায় হাসপাতালের ডিউটি শেষে বাসায় ফেরার পথে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহ্সান উল্লাহ তার ভ্যান আটকিয়ে পথ রোধ করে। তখন তিনি ডাক্তার পরিচয় দেয়ার পরেও ওসি তার উদ্দেশ্যে অশালীন কথা বলেন এবং এক পর্যায়ে তার পায়ে লাঠি দিয়ে আঘাত করেন। তিনি পুনরায় তার পরিচয় দিলে ওসি তাকে কোন কথা না বলে বাসায় ফিরে যেতে বলেন।

তিনি আরো জানান, এ বিষয়ে তিনি ইউএইচএফপিও, ইউএনও এবং সিভিল সার্জনকে জানিয়েছেন তবে অভিযুক্ত ওসি এ অভিযোগ অস্বীকার করছেন।

চিকিৎসককে লাঞ্ছিত করার বিষয়ে আহসান উল্লাহ বলেন, অভিযোগকারী চিকিৎসকের সাথে ভুল বুঝাবুঝির ঘটনা ঘটেছে। বাগবিতণ্ডা হলেও শারীরিকভাবে লাঞ্ছিত করার কথা সত্য নয়।

তিনি আরও বলেন, এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অফিসে দুই পক্ষের উপস্থিতিতে মিটিয়ে নেয়া হয়েছে।

আপনার মতামত দিন :