উৎসর্গ লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যগে ৫০০ হ্যান্ড স্যানিটাইজার বিতরণ Emon Emon Chowdhury প্রকাশিত: ১২:২৬ পূর্বাহ্ণ, মার্চ ২৭, ২০২০ শাহরিয়ার রশীদ নাফি : মানবতার সেবায় উৎসর্গ এই মূলমন্ত্র কে বুকে লালন করে গত ৪ বছর ধরে সারা বাংলাদেশে বিভিন্ন সময়ে বিভিন্ন রকম কার্যক্রম সফলভাবে সংগঠিত করেছ “উৎসর্গ বাংলাদেশ ফাউন্ডেশন”। বর্তমান বিশ্বের আলোচিত মহামারী “Covid 19” অর্থাৎ “করোনা ভাইরাস” নিয়ে যখন সবাই স্থবির তখন “উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশ” এই ভাইরাস সম্পর্কে সচেতনতা মূলক কার্যক্রমে ব্যস্ত।সেই ধারাবাহিকতায় “উৎসর্গ” লক্ষ্মীপুর জেলা শাখার পক্ষ থেকেও সচেতনতামূলক লিফলেট, ৫০০ পিস হ্যান্ড স্যানিটাইজার এবং হ্যান্ড গ্লাভস জন সাধারণের মধ্যে বিতরণ করেন,উৎসর্গ লক্ষ্মীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক” আশরাফুল ইসলাম সাব্বির” এবং কেন্দ্রীয় কমিটির সহঃ প্রচার সম্পাদক “আবু তাইয়্যেব কাউছার”। আপনার মতামত দিন : SHARES দেশজুড়ে বিষয়: