ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন করোনাভাইরাসে আক্রান্ত

Emon Emon

Chowdhury

প্রকাশিত: ৬:২৪ অপরাহ্ণ, মার্চ ২৭, ২০২০

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। এক টুইটার বার্তায় এ খবর নিশ্চিত করেছেন তিনি।

আজ শুক্রবার (২৭ মার্চ) ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এমন খবর দিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক মিনিট আগে টুইটারে পোস্ট করা একটি ভিডিওতে প্রধানমন্ত্রী বরিস জনসন নিশ্চিত করেছেন, গত ২৪ ঘণ্টা ধরে তিনি হালকা জ্বর অনুভব করছিলেন।  জ্বরের সাথে ক্রমাগত কাশিও ছিল। এ অবস্থায় প্রধান মেডিকেল অফিসারের পরামর্শে তিনি করোনা পরীক্ষা করিয়েছেন। পরীক্ষায় তাঁর কোভিড-১৯ পজিটিভ এসেছে।

বরিস জনসন তার টুইটার পোস্টে বলেন, ‘গত ২৪ ঘণ্টা ধরে আমি হালকা লক্ষণগুলো অনুভব করছিলাম এবং করোনভাইরাস পরীক্ষার ফল পজিটিভ এসেছে। আমি এখন সবার থেকে বিচ্ছিন্ন অবস্থায় আছি।  তবে আমরা এই ভাইরাসের বিরুদ্ধে লড়াই করবো, আমি ভিডিও-কনফারেন্সের মাধ্যমে সরকারের কার্যক্রমে নেতৃত্ব দিয়ে যাবো। একসাথে আমরা একে পরাজিত করবো।’

আপনার মতামত দিন :