চিকিৎসক, নার্সসহ সংশ্লিষ্টদের সরকারি ব্যবস্থাপনায় হাসপাতালে আনা-নেওয়ার নির্দেশ Emon Emon Chowdhury প্রকাশিত: ৬:২৪ অপরাহ্ণ, মার্চ ২৭, ২০২০ করোনাভাইরাস প্রতিরোধে প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইন এবং আইশোলেসনে থাকা আক্রান্তদের সেবা দিতে চিকিৎসক, নার্সসহ সকল কর্মকর্তা ও কর্মচারীদের হাসপাতালে আনা-নেওয়ার জন্য পরিবহনের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ২৬ মার্চ (বৃহস্পতিবার) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মো. বেলাল হোসেনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে চিকিৎসক, নার্স সহ স্বাস্থ্য সংশ্লিষ্ট ছুটি বাতিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর। উল্লেখ্য, করোনাভাইরাস (COVID-19) এর প্রাদুর্ভাব প্রতিরোধে এবং আক্রান্তদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে অধিদপ্তরের আওতাধীন সকল হাসপাতাল, স্বাস্থ্য প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। যেখানে সেখানে থুতু/কফ ফেলবেন না। হাঁচি, কাশি আসলে একটু দূরে গিয়ে রুমালে বা কনুইয়ে মুখ ঢেকে নিন। বারবার সাবান দিয়ে হাত ধুয়ে নিন বা স্যানিটাইজার ব্যবহার করুন। চোখ, নাক ও মুখ স্পর্শ করা থেকে বিরত থাকুন। সবার পোষাক ও চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। ব্যক্তিগত ব্যবহার্য সামগ্রী অন্য কারও সঙ্গে ভাগাভাগি করে ব্যবহার করবেন না। বিশেষ করে বিদেশ ফেরত যে কারো কাছ থেকে অন্তত ১৪ দিন দূরে থাকুন। জরুরি দরকারে বাড়ি থেকে বের হলে মাস্ক ব্যবহার করুন। বাইরে কোথাও গেলে ন্যূনতম ছয়ফিট দূরত্ব বজায় রাখুন। সর্দি কাশি জ্বর হলে হাসপাতালে না গিয়ে স্বাস্থ্য সেবা প্রদানকারী হটলাইন গুলোতে ফোন করুন। আইইডিসিআর হটলাইন নম্বর- 10655, 01944 333 222, 01937 000011, 01937 110011, 01927 711784, 01927 711785 আপনার মতামত দিন : SHARES নোটিশ বোর্ড বিষয়: