চিকিৎসক, নার্সসহ সংশ্লিষ্টদের সরকারি ব্যবস্থাপনায় হাসপাতালে আনা-নেওয়ার নির্দেশ

Emon Emon

Chowdhury

প্রকাশিত: ৬:২৪ অপরাহ্ণ, মার্চ ২৭, ২০২০

করোনাভাইরাস প্রতিরোধে প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইন এবং আইশোলেসনে থাকা আক্রান্তদের সেবা দিতে চিকিৎসক, নার্সসহ সকল কর্মকর্তা ও কর্মচারীদের হাসপাতালে আনা-নেওয়ার জন্য পরিবহনের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

২৬ মার্চ (বৃহস্পতিবার) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মো. বেলাল হোসেনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে চিকিৎসক, নার্স সহ স্বাস্থ্য সংশ্লিষ্ট ছুটি বাতিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

উল্লেখ্য, করোনাভাইরাস (COVID-19) এর প্রাদুর্ভাব প্রতিরোধে এবং আক্রান্তদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে অধিদপ্তরের আওতাধীন সকল হাসপাতাল, স্বাস্থ্য প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে।

 

 যেখানে সেখানে থুতু/কফ ফেলবেন না।
 হাঁচি, কাশি আসলে একটু দূরে গিয়ে রুমালে বা কনুইয়ে মুখ ঢেকে নিন।
 বারবার সাবান দিয়ে হাত ধুয়ে নিন বা স্যানিটাইজার ব্যবহার করুন।
 চোখ, নাক ও মুখ স্পর্শ করা থেকে বিরত থাকুন।
 সবার পোষাক ও চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন।
 ব্যক্তিগত ব্যবহার্য সামগ্রী অন্য কারও সঙ্গে ভাগাভাগি করে ব্যবহার করবেন না।
 বিশেষ করে বিদেশ ফেরত যে কারো কাছ থেকে অন্তত ১৪ দিন দূরে থাকুন।
 জরুরি দরকারে বাড়ি থেকে বের হলে মাস্ক ব্যবহার করুন।
 বাইরে কোথাও গেলে ন্যূনতম ছয়ফিট দূরত্ব বজায় রাখুন।
 সর্দি কাশি জ্বর হলে হাসপাতালে না গিয়ে স্বাস্থ্য সেবা প্রদানকারী হটলাইন গুলোতে ফোন করুন।
আইইডিসিআর হটলাইন নম্বর- 10655, 01944 333 222, 01937 000011, 01937 110011, 01927 711784, 01927 711785
আপনার মতামত দিন :