করোনা নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আহবান

প্রকাশিত: ১১:০৪ অপরাহ্ণ, মার্চ ২৭, ২০২০

মোঃ শফিকুল ইসলাম

করোনা নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আহবান

১০০ জনের কম আক্রান্ত হয়েছে এমন দেশের সংখ্যা ১৫০ টির বেশি। এখনই পদক্ষেপ নিতে হবে।

 

প্রতিরোধের প্রথম সুযোগ হাতছাড়া।

করোনা ভাইরাসের সংক্রমণ কিছুতেই রাশ টানা যাচ্ছেনা। বড় হচ্ছে মৃত্যুর মিছিলও। বিশ্ব সাস্থ্য সংস্থা (WHO) বলেছে, এই সংক্রামণ ঠেকাতে প্রথম সুযোগটা এরই মধ্যে হাতছাড়া হয়ে গেছে। বিভিন্ন দেশ যে ‘তথাকথিত’ লগডাউন বা অবরুদ্ধ অবস্থার পথে হাটছে, তাতে কিছু সময় হয়তো পাওয়া যাবে। কিন্তু সংক্রামণ পুরোপুরি ঠেকানো যাবে না। এই পরিস্থিতিতে (WHO) সংস্থাটি আরেকটি সুযোগ রোগ শনাক্তকরণ জোরদার করাসহ ছয়টি (৬) পরামর্শ দিয়েছেন। সুইজারল্যান্ডের জেনেভায় গত বুধবার রাতে বিশ্ব সাস্থ্য সংস্থা করোনাভাইরাসের সংক্রমণের সর্বশেষ পরিস্থিতি, মোকাবেলা, আমাদের করণীয় ও পদক্ষেপের কথা বলতে গিয়ে এই পরামর্শ দেন সংস্থার মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রেয়াসুস। তিনি আরো বলেন আমরা এর আগে আরো অনেক বৈশ্বিক মহামারি ও সংকট জয় করে এসেছি। এবারের মহামারিও জয় করবো। কিন্তু কতবড় ক্ষতির বিনিময়ে এই জয় আসবে সেটা বলা মুশকিল।

দ্বিতিয় সুযোগঃ ৬ পরামর্শ

  1. স্বাস্থ্যসেবা ও জনস্বাস্থ্যে জনবল বাড়ানো ও প্রশিক্ষণ।
  2. প্রতিটি সন্দেহভাজন রোগী শনাক্তে কার্যকর ব্যবস্থা গ্রহন ও বাস্তবায়ন।
  3. পরিক্ষার সরঞ্জাম উৎপাদন, সক্ষমতা ও সহজলভ্যতা বাড়ানো।
  4. আইসোলেশন ও চিকিৎসার জায়গা চিহ্নিত করা ও পর্যাপ্ত প্রয়োজনীয় উপকরণ নিশ্চিতকরণ।
  5. রোগীর সংস্পর্শে আসা ব্যক্তিদের চিহ্নিত ও কোয়ারেন্টিন করা।
  6. সংক্রমণ নিয়ন্ত্রন ও দমনে সরকারের পুরো ব্যবস্থার পুনঃ মনোযোগী হওয়া।
আপনার মতামত দিন :