পবিত্র মদিনায় অনির্দিষ্টকালের জন্য লকডাউন ঘোষণা

Emon Emon

Chowdhury

প্রকাশিত: ১২:৪১ অপরাহ্ণ, মার্চ ২৯, ২০২০

বিশ্বব্যাপী ছড়িয়েপড়া মরণঘাতী করোনাভাইরাস মহামারীর বিস্তার ঠেকাতে পবিত্র মদিনা শহরে লকডাউন ঘোষণা করা হয়েছে।  শনিবার (২৮) মার্চ ভোর ছয়টা হতে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এ লকডাউন চলবে।

মদিনার আস শুরাইবাত, বনী যুফার, কুরবান, আল জুময়া, আল ইসকান, বানী খুদরা এলাকা লকডাউনের আওতাধীন থাকবে।

এ সময় অধিবাসীদের ঘর হতে বের না হওয়াসহ এসব এলাকা হতে বাহিরে যাওয়া ও এলাকায় প্রবেশ সম্পূর্ণরুপে নিষিদ্ধ করা হয়েছে।

তবে একান্ত জরুরি কাজ যেমন চিকিৎসা সেবা ও জরুরি খাদ্যদ্রব্য কেনাকাটার জন্য এই এলাকার ভেতরে অত্যন্ত নিয়ন্ত্রিতভাবে চলাচল করা যাবে।

আপনার মতামত দিন :