করোনায় মৃতের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে

Emon Emon

Chowdhury

প্রকাশিত: ১২:৫১ অপরাহ্ণ, মার্চ ২৯, ২০২০

করোনাভাইরাসের আক্রমণে বিশ্বব্যাপী মৃত্যু সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে। আক্রান্ত হয়েছে আরও সাড়ে ৬ লক্ষাধিক মানুষ। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন প্রায় ১ লাখ ৪০ হাজার মানুষ।

করোনাভাইরাসে শুধু ইতালিতেই ১০ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে। শনিবার দিবাগত রাত পৌনে ১টায় সর্বশেষ আপডেটে এসব তথ্য জানায় পরিসংখ্যান বিষয়ক আন্তর্জাতিক খ্যাতনামা প্রতিষ্ঠান ওয়ার্ল্ডওমিটার।

শনিবারের তথ্য অনুযায়ী, দেশটিতে ২৪ ঘণ্টায় মৃতের তালিকায় যুক্ত হয়েছে ৮৮৯ জন। এর আগে দেশটিতে ২৪ ঘণ্টায় সর্বোচ্চসংখ্যক ৯৭৯ জনের প্রাণহানি ঘটে।

কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা শনিবার জানায়, দেশটিতে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ২৩ জনে। জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্য মতে, এই সময় পর্যন্ত ইতালিতে করোনাভাইরাস শনাক্ত হওয়া মানুষের সংখ্যা ৯২ হাজার ৪৭২ জন। এর মধ্যে মাত্র ১২ হাজার ৩৮৪ জন সুস্থ হয়েছেন।

এদিকে শনিবার ২৪ ঘণ্টায় ইউরোপের আরেক দেশ স্পেনে প্রাণহানি ঘটেছে ৮৩২ জনের। এ নিয়ে করোনাভাইরাসে দেশটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৬৯০ জনে। স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।

করোনাভাইরাসে আক্রান্তের দিক দিয়ে শীর্ষে যুক্তরাষ্ট্র

জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্যমতে, করোনাভাইরাসে আক্রান্তের দিক দিয়ে সবার ওপরে আছে যুক্তরাষ্ট্র। শনিবার রাত পর্যন্ত দেশটিতে ১ লাখ ১২ হাজার ৪৬৮ জন মানুষের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে মারা গেছেন এক হাজার ৭০৯জন।

প্রসঙ্গত, গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে নতুন করোনাভাইরাস কোভিড-১৯ এর প্রথম রোগী শনাক্ত হয়। এখন পর্যন্ত ১৭৭ টি দেশ বা অঞ্চলে এই ভাইরাসে সংক্রমিত ব্যক্তি পাওয়া গেছে। মোট শনাক্ত হওয়া ব্যক্তির সংখ্যা সাড়ে ৬ লাখের মতো। আর প্রাণহানি ঘটেছে প্রায় ৩০ হাজার মানুষের।

আপনার মতামত দিন :