কাতারে করোনায় প্রথম প্রাণ হারালেন এক বাংলাদেশি Emon Emon Chowdhury প্রকাশিত: ১২:৫২ অপরাহ্ণ, মার্চ ২৯, ২০২০ কাতারে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের (৫৭) মৃত্যু হয়েছে। তিনি বাংলাদেশের নাগরিক বলে জানা গেছে। তবে তাঁর নাম জানা যায়নি। শনিবার (২৮ মার্চ) তিনি মারা যান বলে কাতারের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কিউএনএ’র প্রতিবেদনে বলা হয়েছে। কাতারের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বাংলাদেশির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানায়, তিনি করোনায় আক্রান্ত হওয়ার আগে থেকে নানা রোগে ভুগছিলেন। গত ১৬ মার্চ তাঁকে নিবিড় পর্যবেক্ষণে (আইসিইউ) নেওয়া হয়েছিল। তাঁর পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে কাতারের স্বাস্থ্য মন্ত্রণালয়। রয়টার্স জানিয়েছে, কাতারে বেশিরভাগ ক্ষেত্রে অভিবাসী শ্রমিকদের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ অবস্থায় কর্তৃপক্ষ এমন একটি শিল্পাঞ্চল লকডাউন করে দিয়েছে, যেখানে অনেক শ্রমিকের বসবাস ও কর্মস্থল। দেশটিতে শনিবার পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৯০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪৫ জন। আপনার মতামত দিন : SHARES আন্তর্জাতিক বিষয়: