বরিশালে সন্দেহভাজন দুই করোনা রোগীর মৃত্যু

Emon Emon

Chowdhury

প্রকাশিত: ৮:৫৪ অপরাহ্ণ, মার্চ ২৯, ২০২০

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনা আইসোলেশনে থাকা এক নারীসহ দু’জনের মৃত্যু হয়েছে।

রোববার (২৯ মার্চ) শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, হাসপাতালের করোনা সেন্টারে ২ জন মারা গেছে। মৃত্যুবরণ করা দু’জনের মধ্যে একজন নারী গত শনিবার (২৮ মার্চ) মধ্যরাতে এবং অপরজনের রবিবার সকালে মারা যায় । তাদের দুইজনের বয়সই ৪০ থেকে ৫০ এ মধ্যে।

জানা যায়, মারা যাওয়া নারীর নাম নিরু বেগম (৪৫)। তিনি বরিশাল নগরীর কাউনিয়া পুড়ানপাড়া এলাকার মো. দুলালের স্ত্রী। শনিবার (২৮ মার্চ)  দিবাগত রাত ১২টা ৫ মিনিটের দিকে ওই রোগীর মৃত্যু হয়। এর মাত্র ১৫ মিনিট আগে ওই রোগীকে শেবাচিম হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন তার স্বজনরা।

এরপর রোববার (২৯ মার্চ) সকাল ৭টা ২০ মিনিটে ৪৫ বছর বয়সী অপর পুরুষ রোগীর মৃত্যু হয়। তার গ্রামের বাড়ি পটুয়াখালীর সদর উপজেলার গোহানগাছিয়া। তাকে শনিবার সন্ধ্যায় পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রেফার করা হয়। প্রথমে তাকে মেডিসিন ইউনিটে রাখা হলেও পরে করোনার লক্ষণ থাকায় করোনা ইউনিটে পাঠানো হয়।

লাশ হস্তান্তরের বিষয়ে শেবাচিম পরিচালক জানান, তারা করোনা আক্রান্ত ছিলেন কিনা সে ব্যাপারে নিশ্তিত হওয়া যায়নি। সন্দেহভাজন হওয়ায় তাদের মৃত্যুর পর বিষয়টি আইইডিসিআর’কে জানানো হয়েছে। তাদের নির্দেশ অনুযায়ী মৃতদের সৎকারের ব্যবস্থা করা হবে।

প্রসঙ্গত, বৈশ্বিক মহামারী করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে ৫জন রোগী বর্তমানে হাসপাতালটিতে রয়েছেন। তবে পরীক্ষার ব্যাবস্থা না থাকায় তারা করোনা আক্রান্ত কিনা সে বিষয়ে কর্তৃপক্ষ এখনও নিশ্চিত নয়।

আপনার মতামত দিন :