করোনা পরীক্ষায় মেডিকেল টেকনোলজিস্ট ও তার অবদান

Emon Emon

Chowdhury

প্রকাশিত: ৫:২৯ অপরাহ্ণ, মার্চ ৩১, ২০২০

একজন মেডিকেল টেকনোলজিস্ট নমুনা সংগ্রহ ও রোগ নির্নয় বা সকল পরীক্ষা গুলো করে থাকেন। একটি ল্যাবে একজন প্রফেসর তদারকি করেন।কোথাও আবার সেটাও নেই!! কি টেস্ট করলেন না করলেন না দেখেই সাইন করে চলে যান।

সারাদিন খাটুনি দিয়ে টেস্ট করলেন সব বৃথা!!তার হাজার টা ডিগ্রি থাকলেও সাইন করে রিপোর্ট দেওয়ার ক্ষমতা নাই।

এটাই বাস্তবতা!! করোনা ভাইরাস সংক্রমণের একজন রোগীর নমুনা সংগ্রহ ও তার পরীক্ষা মেডিকেল টেকনোলজিস্টরাই করছেন।
আপনি করবেন তো??

না!! আপনারা তো অনেকে ছুটি পেয়ে বাড়িতে গিয়ে বড় লোকের বেটি গানে মেতেছেন!! এটা নাকি ট্রেন্ড চলে?? হায়রে বাংগালী!!
পুরো পৃথিবী টা থেমে গেছে দেখো??

সরকারের নিয়মনীতিও তোয়াক্কা করছেন না।
অথচ আপনাদের থাকার কথা ছিল হোম কোয়ারেন্টাইনে।

ছুটি তো বেড়ে যাচ্ছে!! মহা আনন্দে থাকেন আর গ্রামের সাধারন মানুষ গুলোকে আক্রমন করেন।
অনেকেতো বিয়েও করে নিচ্ছেন।

একবারও কি ভেবেছেন ডাক্তার, মেডিকেল টেকনোলজিস্ট, নার্স এদেরও পরিবার আছে।
এরা চাইলেও সন্তানের সাথে দেখাও করতে পারছে না।অনেকে তো ঈদের ছুটিও পাবেনা।
অনেকে হয়ত মরেই যাবে বাড়ি আর যাওয়া হবেনা!!

আপনি ভাবতে পারেন সরকার /হাসপাতাল মালিক তো বেতন দেয়??
কত বেতন দেয় খোঁজ নিয়ে দেইখেন আপনার নিকটবর্তী কোন হাসপাতালে।
আরে ভাই!! ৮ বছর হয়েছে সরকার তো নিয়োগ ও দিচ্ছে না।অনেকের বয়স তো শেষ!!

পুরো পৃথিবী যখন ক্রান্তি কালে তখন হাজারো মেডিকেল টেকনোলজিস্ট, ডাক্তার, নার্স ও সকল স্বাস্থ সেবাদান কারী প্রত্যেকে নিরলস প্রচেষ্টা দিয়ে সেবা দিয়ে যাচ্ছেন। আপনারা সুস্থ থাকবেন বলে,এই দেশটাকে সুস্থ রাখবেন বলে।

দয়া করেন ঘরে থাকুন, সুস্থ থাকুন।

আমি স্যালুট জানাই আমার সকল বীর সহযোদ্ধাদের যারা করোনা টেস্ট করছেন।

খোলা কলামঃ

মো. রেজাউল করিম
নির্বাহী সম্পাদক, মেডিনিউজবিডি.কম।

আপনার মতামত দিন :