করোনা সন্দেহে চিকিৎসক আইসোলেশনে Emon Emon Chowdhury প্রকাশিত: ৬:১২ অপরাহ্ণ, মার্চ ৩১, ২০২০ বরগুনার আমতলী উপজেলার কুকুয়া স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসকে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে বরগুনা জেনারেল হাসপাতালে আইসোলেশনে ভর্তি করা হয়েছে। জ্বর, সর্দি-কাশি নিয়ে ওই চিকিৎসকে সোমবার বিকেলে হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন। হাসপাতাল সূত্রে জানা গেছে, জেলার আমতলী উপজেলার কুকুয়া স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসক বেশ কয়েকদিন ধরে ওই এলাকায় সাধারণ মানুষকে চিকিৎসা দিয়ে আসছিলেন। জ্বর, সর্দি, কাশি অনুভূত হলে তাকে বরগুনা জেলা হাসপাতালে আইসোলেশন ইউনিটে ভর্তি করানো হয়। তার নমুনা সংগ্রহ করে বিকেলে ঢাকায় পাঠানো হয়েছে। বরগুনা জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সোহরাব উদ্দিন গণমাধ্যমকে বলেন, আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসক করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে বরগুনা আইসোলেশনে ভর্তি হয়েছেন। তিনি জ্বর-সর্দি ও কাশি নিয়ে এখানে ভর্তি আছেন। বিষয়টি আমরা ঢাকায় জানিয়েছি তাকে প্রাথমিকভাবে আমরা আমাদের সাধ্যমতো চিকিৎসা দিচ্ছে। আপনার মতামত দিন : SHARES দেশজুড়ে বিষয়: