কীটসহ rTPCR সরবরাহ করা হলে নোয়াখালী মেডিকেল কলেজেও সম্ভব করোনা পরীক্ষা করা Shahadat Shahadat Hossain প্রকাশিত: ১১:০১ অপরাহ্ণ, মার্চ ৩১, ২০২০ মোঃ শাহাদাত হোসেন : নোবেল করোনা ভাইরাসের প্রকোপে পুরো বিশ্ব আজ থমকে গেছে। ইতিমধ্যে বাংলাদেশে ও ৫১ জন নিশ্চিত রোগী আক্রান্ত হয়েছে আর মৃত্যুবরণ করেছে ৫ জন। এমন পরিস্থিতিতে করোনা ভাইরাস পরীক্ষার উপরে জোর দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। ইতিমধ্যে ১৭ টি প্রতিষ্ঠানে পরীক্ষা করা হলে ও দেশের মোট জনসংখ্যার তুলনায় খুব কম পরীক্ষা কেন্দ্র। প্রবাসী অধ্যুষিত এলাকার কারণে অনেকাংশে ঝুঁকিপূর্ণ নোয়াখালী সহ পার্শ্ববর্তী অঞ্চলগুলো। এদিকে নোয়াখালী আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজে কোভিড-১৯ তথা নোবেল করোনা ভাইরাস পরীক্ষা করা সম্ভব বলে জানায় মেডিকেল কলেজের সূত্রে। নোয়াখালী আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগে রয়েছেন ৩ জন সহকারী অধ্যাপক,২ জন প্রভাষক এবং ভাইরোলজিতে প্রশিক্ষণপ্রাপ্ত ২ জন বিএসসি মেডিকেল টেকনোলজিষ্ট। তাছাড়া অন্যান্য বিভাগে রয়েছে আরো ৩/৪ ল্যাব টেকনোলজিষ্ট। এছাড়া আমাউমেক রয়েছে অত্যাধুনিক মাইক্রোবায়োলজি ল্যাব। খোজ নিয়ে জানা যায় যে, করোনা ভাইরাস টেষ্ট করার জন্য ল্যাবে যেই যেই জিনিস থাকার প্রয়োজন তার অনেক কিছুই আছে ল্যাবে। এ বিষয়ে মেডিকেল কলেজ টির নেফ্রোলজি বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক ডাঃ ফজলে এলাহী খাঁন জানান, বিশ্বব্যাপি করোনা ভাইরাসের প্রকোপ এখন মহামারি তে রুপ নিয়েছে। বিশেষজ্ঞদের মতে করোনা ভাইরাসের আক্রান্তের সঠিক তথ্য উপাত্তের জন্য পরীক্ষার বিকল্প নেই। তাই বৃহত্তর নোয়াখালীর মানু্ষের কথা ভেবে আমরা নোয়াখালী আমাউমেক কলেজেই করোনা ভাইরাস টেষ্ট করতে আগ্রহী। আর এই টেষ্টটি করার জন্য আমাদের অনেক ইক্যুপমেন্টের সাপোর্ট রয়েছে। এখন আমাদের কে rT PCR আর কিট সরবরাহ করলে আমরা বৃহত্তর নোয়াখালী সহ চাঁদপুর, কুমিল্লা অঞ্চলের রোগীদের পরীক্ষা করতে পারবো। এক্ষেত্রে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি। আপনার মতামত দিন : SHARES স্বাস্থ্য বিষয়: