সবকিছু বাদ দিয়ে গরিব-অসহায় মানুষদের পাশে দাঁড়ান : হাবিবুল্লাহ্ সিপন Subro Subro প্রকাশিত: ১:১৬ অপরাহ্ণ, এপ্রিল ১, ২০২০ জনপ্রিয় নিউজ পোর্টাল www.nacholenews.com এর সম্পাদক এবং দেশের শ্রেষ্ট যুব সংগঠন ধ্রুতারার কেন্দ্রীয় কৃষি ও পর্যটন বিষয়ক সম্পাদক হাবিবুল্লাহ্ সিপন বলেছেন, করোনাভাইরাস শ্রমজীবী ও গরিব-দুঃখী মানুষদের অসহায় অবস্থায় ঠেলে দিয়েছে। গরিব-দুঃখী-অভাবী মানুষের জন্য এ সংকটময় মুহূর্তে খেয়ে-পরে বেঁচে থাকা কষ্টসাধ্য হয়ে পড়েছে। মহাদুর্যোগের এই সময়ে সমাজের সম্পন্ন মানুষ ও সামাজিক গঠনগুলোকে বিপন্ন জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর বিষয়টি প্রাসঙ্গিক হয়ে উঠেছে।হাবিবুল্লাহ্ সিপন জানান, সরকারের দায়িত্ব হচ্ছে এই মুহুর্তে প্রতিটি জেলা উপজেলায় ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীদের জন্য নিরাপত্তা পোষাক নিশ্চিত করা। এবং দেশে কেউ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে কিনা তার পরীক্ষার যথাযথ রিপোর্টের ব্যবস্থা করা।সেই সাথে সরকার কে ধন্যবাদ জানাই যে,সরকার খুব দ্রুত এতকিছু ব্যবস্থা করার জন্য।তিনি আশা প্রকাশ করে বলেন, দলমত-নির্বিশেষে যাদের সামর্থ্য আছে তারা জাতীয় দুর্যোগের এই মুহূর্তে ক্ষুধাকাতর মানুষের পাশে দাঁড়াবেন। বাড়িয়ে দেবেন সহায়তার হাত। মানুষ মানুষের জন্য- এ উপলব্ধি মূর্তমান করতে এগিয়ে আসবেন সবাই। আপনার মতামত দিন : SHARES সংগঠন সংবাদ বিষয়: