করোনা প্রতিরোধে গণস্বাস্থ্য কল সেন্টার

Omar Omar

Faruque

প্রকাশিত: ৪:১৭ অপরাহ্ণ, এপ্রিল ১, ২০২০

স্টাফ রিপোর্টারঃ বৈশ্বিক মহামারী করোনা প্রতিরোধে সারাদেশে সরকার বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে। কিন্তু মানুষের চাহিদার তুলনায় এ ব্যবস্থা অপ্রতুল। সার্বিক পরিস্থিতিতে দেশের বিভিন্ন ক্রান্তিকালে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা গণস্বাস্থ্য কেন্দ্র করোনা প্রতিরোধেও ইতোমধ্যে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে। এর অংশ হিসেবেএবার একটি কল সেন্টার খোলা হয়েছে, যার নাম দেয়া হয়েছে ‘গণস্বাস্থ্য কল সেন্টার’।
বুধবার (১ এপ্রিল) গণস্বাস্থ্য কেন্দ্রের করোনা ভাইরাস প্রতিরোধ টাস্ক ফোর্সের প্রধান সমন্বয়কারী ডা. তারেক হাসান স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, দেশব্যাপী করোনা ভাইরাস প্রতিরোধে গণস্বাস্থ্য কেন্দ্র প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় সাভার, আশুলিয়া, ধামরাই এলাকার মানুষদের জন্য ‘গণস্বাস্থ্য কল সেন্টার’ খোলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য হাসপাতালে করোনা ভাইরাস সংক্রান্ত উপসর্গ যেমন জ্বর,সর্দি,কাশি,গলাব্যাথা,শ্বাসকষ্টজনিত কোনো সমস্যা দেখা দিলে, প্রাথমিক পর্যায়ে হাসপাতালে আসার প্রয়োজন নাই।

করোনা ভাইরাস প্রতিরোধে হাসপাতালে অপ্রয়োজনীয় ভিড় না করে, গণস্বাস্থ্য কল সেন্টারে ফোন দেওয়ার অনুরোধ জানান তারা।

গণস্বাস্থ্য কল সেন্টারের নম্বর সমূহ হলো- ০১৪০৬-৬৯৫৯৩৬, ০১৪০৬-৬৯৫৯৪০, ০১৪০৬-৬৯৫৯৪৩ ও ০১৪০৬-৬৯৫৯৪৪

আপনার মতামত দিন :