স্বাস্থ্য কর্মকর্তার ওপর হামলা

Emon Emon

Chowdhury

প্রকাশিত: ৬:০৪ অপরাহ্ণ, এপ্রিল ১, ২০২০
????????????????????????

পটুয়াখালীর দশমিনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মোস্তাফিজুর রহমানের ওপর হামলার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার দুপুর দেড়টায় ওই কর্মকর্তার অফিস কক্ষে এ হামলার ঘটনা ঘটে।

স্ত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগ এনে বাঁশবাড়িয়া ইউনিয়নের চরহোসনাবাদ গ্রামের মৃত আনজের আলী ফকিরের ছেলে ওমর ফারুক (৪৫) এ হামলা চালায়।

এ ঘটনায় পুলিশ হামলাকারীকে আটক করেছে। এ সময় আটক ফারুকের কাছ থেকে একটি দেশীয় চাকু জব্দ করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মোস্তাফিজুর রহমান জানান, হামলাকারী বা তার পরিবারের কেউ আমার পরিচিত নয়।  জরুরি সভা ডেকেছি, কর্মকর্তা-কর্মচারীদের মতামত নিয়ে ব্যবস্থা নেয়া হবে।

আপনার মতামত দিন :