করোনা পরিস্থিতিতে পিছিয়ে যাবে এমবিবিএস প্রফেশনাল পরীক্ষা Emon Emon Chowdhury প্রকাশিত: ৬:০৬ অপরাহ্ণ, এপ্রিল ১, ২০২০ ৫ অক্টোবর এমবিবিএস, ৯ নভেম্বর ডেন্টাল ভর্তি পরীক্ষা-rtvonline গোটা বিশ্বের ন্যায় দেশেও করোনাভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়েছে। এ অবস্থায় করোনা পরিস্থিতি স্বাভাবিক না হলে এমবিবিএস প্রফেশনাল পরীক্ষাও পিছিয়ে দেওয়া হবে এবং নির্ধারিত সময়ে কোর্স শেষ করতে থিউরিটিক্যাল কমিয়ে দিয়ে টেকনিক্যালের উপর গুরুত্ব বাড়িয়ে দেওয়া হবে। বুধবার (১ এপ্রিল) দুপুরে এসব তথ্য জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) অধ্যক্ষ অধ্যাপক ডা. খান আবুল কালাম আজাদ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্কুল অব মেডিকেল সাইন্সেসের ডিন ও সিলেট ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. ময়নুল হক। এ প্রসঙ্গে ঢামেক অধ্যক্ষ অধ্যাপক ডা. খান আবুল কালাম আজাদ বলেন, আমরা পরীক্ষার জন্য সব ধরণে ব্যবস্থা নিয়েছি। প্রশ্ন তৈরি করার প্রক্রিয়া চলছে। প্রশ্ন তৈরি করতে আমাদের এক সপ্তাহ সময়ই যথেষ্ট। পরীক্ষা নেওয়ার ব্যাপারে আমরা বদ্ধপরিকর। আমরা যদি ১৫ দিন সময় পাই, তাহলে ১০ দিন পিছিয়ে দিয়ে মে মাসেই পরীক্ষা নেওয়ার চেষ্টা করবো। আমাদের প্রস্ততি থাকলেও সব নির্ভর করে করোনা পরিস্থিতির উপর। পরিস্থিতির আলোকে নির্ধারিত নিয়ম মেনে যথাসময়ে কোর্স সমাপ্ত করার শতভাগ চেষ্টা করবো। দীর্ঘ সময় ছুটির কারণে শিক্ষার্থীদের প্রস্তুতির যে ঘাটতি হবে কিনা বা এ নিয়ে আপনাদের কি পদক্ষেপ হবে -এমন প্রশ্নের জবাবে অধ্যাপক ডা. খান আবুল কালাম আজাদ বলেন, মেডিকেল শিক্ষায় গুরুত্বপূর্ণ বিষয়গুলো বাদ দেওয়া যায় না। প্রাকটিক্যাল বা ক্লিনিক্যাল পার্ট কমানো যায় না। আমরা টেকনিক্যাল বাড়িয়ে দিয়ে থিউরিটিক্যাল কমিয়ে দিয়ে কোর্সটা শেষ করার চেষ্টা করবো। ধরুন, একটা বিষয়ে আমরা ২০টি লেকচার দিয়েছিলাম, সেটাকে হয়তো আমরা কমিয়ে ১০টা লেকচারে নিয়ে আসবো। তবে এসবই নির্ভর করবে করোনা পরিস্থিতির উপরে। সিলেট বিভাগের সব মেডিকেল কলেজের পূর্ব নির্ধাতির তারিখে পরীক্ষা হবে কিনা এমন প্রশ্নের জবাবে অধ্যাপক ডা. ময়নুল হক বলেন, সিলেট বিভাগের সব মেডিকেল কলেজে মে মাসের দুই তারিখে পরীক্ষার তারিখ দেওয়া আছে। তবে করোনাভাইরাসের কারনে তারিখ পরিবর্তন হতে পারে। আগে তো আমাদের মানুষ বাঁচাতে হবে, তারপর পরীক্ষা। তবে আমরা চাই নির্দিষ্ট সময়ে পরীক্ষা নিতে। মূলত করোনা পরিস্থিতি উপরই নির্ভর করবে পরীক্ষার তারিখ পরিবর্তন হবে কিনা। আপনার মতামত দিন : SHARES ক্যাম্পাস সংবাদ বিষয়: