দেশে আরও ২ জনের করোনা শনাক্ত, মোট ৫৬ Emon Emon Chowdhury প্রকাশিত: ৩:৪৪ পূর্বাহ্ণ, এপ্রিল ৩, ২০২০ করোনাভাইরাস মহামারীতে দেশে গত ২৪ ঘণ্টায় আরও দুইজনকে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৬ জন। আহ বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) করোনাভাইরাস সংক্রান্ত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস শাখার পরিচালক ডা. মো. হাবিবুর রহমান বলেন, গত ২৪ ঘণ্টায় আরও ১৪১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে দুইজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ফলে করোনায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৫৬ জনে। প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়ে কোভিড-১৯ । এপর এ ভাইরাসে আক্রান্ত হন বিশ্বের ২০৩টি দেশ। করোনায় এখন পর্যন্ত সাড়ে ৮ লাখ ২৩ হাজার ৬২৬ জন আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মারা গেছেন ৪০ হাজার ৬৯৮ জন। তবে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১ লাখ ৭২ হাজার ৭৭২ জন মানুষ। আপনার মতামত দিন : SHARES জাতীয় বিষয়: