২৪ ঘন্টায় আরও ৫ করোনা রোগী শনাক্ত, মোট আক্রান্ত ৬১ জন

Emon Emon

Chowdhury

প্রকাশিত: ১১:১৩ অপরাহ্ণ, এপ্রিল ৩, ২০২০

করোনাভাইরাস মহামারীতে দেশে গত ২৪ ঘণ্টায় নতুন আরও ৫ জনকে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬১ জন।

শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে করোনাভাইরাসের সর্বশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সরাসরি অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, পরীক্ষা করা খুবই জরুরি। সবাই পরীক্ষা করতে আসবেন। এতে নিজেদের পাশাপাশি পরিবারকেও সুরক্ষা দিতে পারবেন।

প্রাইভেট হাসপাতালগুলোতে কাজ কম হচ্ছে বলে জানিয়ে তিনি বলেন, এসময়ে পিছপা হওয়া উচিত না।

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুসারে আমরা পরীক্ষা বাড়িয়ে দিয়েছি।

তবে এ পর্যন্ত সব জেলা থেকে তথ্য সংগ্রহ করা সম্ভব হয়নি জানিয়ে তিনি বলেন, আমরা ৫১৩টি নমুনা সংগ্রহ করেছি। আইইডিসিআরের বাইরের ল্যাবলেটরিগুলোতে তিনটি পজেটিভ পেয়েছি। তাদের আইসোলেশন ও কীভাবে তারা আক্রান্ত হয়েছেন, সেই অনুসন্ধান শুরু করে দিয়েছি।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় কেউ এই ভাইরাসে মৃত্যুবরণ করেনি। কাজেই মৃত্যুর সংখ্যা ৬ জনই রয়ে গেছেন।

প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়ে কোভিড-১৯ । এপর এ ভাইরাসে আক্রান্ত হন বিশ্বের ২০৩টি দেশ। করোনায় এখন পর্যন্ত সাড়ে ৮ লাখ ২৩ হাজার ৬২৬ জন আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মারা গেছেন ৪০ হাজার ৬৯৮ জন। তবে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১ লাখ ৭২ হাজার ৭৭২ জন মানুষ।

আপনার মতামত দিন :