শুধু নিউইয়র্কেই একদিনে ৫৬২ মৃত্যু

Emon Emon

Chowdhury

প্রকাশিত: ১১:২৭ অপরাহ্ণ, এপ্রিল ৩, ২০২০

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দুই লাখ ছাড়িয়েছে দুদিন আগেই। দেশটিতে করোনায় মৃতের সংখ্যাও সাড়ে ৫ হাজার ছাড়িয়েছে। দেশটিতে করোনায় সবচেয়ে বিপর্যস্ত নিউইয়র্ক অঙ্গরাজ্যে গত ২৪ ঘণ্টায় ৫৬২ জন কোভিড-১৯ রোগী মারা গেছেন।

নিউইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর অ্যান্ড্রু কুমো আজ শুক্রবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, গতকাল করোনায় একদিনে সবচেয়ে বেশি মৃত্যুর বিষয়টি প্রত্যক্ষ করেছে নিউইয়র্ক। বৃহস্পতিবার মৃতের সংখ্যা ২ হাজার ৩৭৩ জন থাকলেও গত একদিনে তা বেড়ে এখন ২ হাজার ৯৩৫।

গভর্নর অ্যান্ড্রু কুমোকে উদ্ধৃত করে শুক্রবার মার্কিন সংবাদমাধ্য সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাষ্ট্রে করোনা প্রাদুর্ভাবের কেন্দ্র হলো নিউইয়র্ক। শুধু ওই রাজ্যেই ১ লাখ বেশি মানুষের দেহে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত মানুষকে শনাক্ত করা হয়েছে।

এছাড়া যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল রাজ্যটিতে নতুন করে আরও ১০ হাজার কোভিড-১৯ রোগী শনাক্ত করা হয়েছে। গভর্নর কুমো বলেছেন, করোনা সংক্রমণের ঘটনা এখনো আশঙ্কাজনক হারে বাড়ছে প্রতিদিন। দিনে রেকর্ড সর্বোচ্চ ২১ হাজারের মানুষের করোনা পরীক্ষা করা হচ্ছে।

নিউইয়র্কে বর্তমানে আক্রান্ত ১ লাখ ২ হাজারের বেশি মানুষের মধ্যে ১৪ হাজার রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আক্রান্তেরে মধ্যে ৩ হাজার ৭০০ জনের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া চিকিৎসা শেষে সুস্থ হয়েছেন মাত্র ৮ হাজার ৮০০ জন।

যুক্তরাষ্ট্রে এখন করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আক্রান্তের সংখ্যা ২ লাখ ৫৭ হাজার ৩৭৯। আক্রান্তদের মধ্যে ৬ হাজার ৫৫৮ জন মারা গেছেন। সুস্থ প্রায় ১২ হাজার। এছাড়া প্রায় ৬ হাজার রোগীর অবস্থা আশঙ্কাজনক।

আপনার মতামত দিন :