দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রে খাদ্য সহায়তা প্রদান Emon Emon Chowdhury প্রকাশিত: ১০:০৮ অপরাহ্ণ, এপ্রিল ৪, ২০২০ দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রে গণস্বাস্থ্য কেন্দ্রের সিইও ডাঃ মনজুর কাদির আহমেদ উপস্থিত থেকে ৪০০ জনের মধ্যে খাদ্য সহায়তা প্রদান করেন। আজ শনিবার (৪এপ্রিল)দৌলতদিয়া যৌনপল্লীতে বসবাসরত যৌনকর্মী ও স্থানীয় অসহায় মানুষের মধ্যে খাদ্য সহায়তা বিতরণ করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জ মোঃ জুলফিকার আলী, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রহমান মন্ডল। বর্তমানে করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রেক্ষাপটে সরকারী ও বেসরকারী সকল অফিস বন্ধ এবং সবাইকে নিজ বাসায় অবস্থান করার নির্দেশ দেওয়ায় কর্মহীন হয়ে পড়েছে বিভিন্ন পেশার মানুষ। বিশেষ করে বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। দেশের এমন পরিস্থিতে নিম্ন আয়ের বিভিন্ন পেশার মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করার উদ্যোগ নিয়েছে গণস্বাস্থ্য কেন্দ্র। এছাড়া কামরাঙ্গির চর, গাজীপুরে টঙ্গি, শ্রীপুর, সাভারের পলাশবাড়ী, গাইবান্ধা ও পাবনায় পাঠানো হয়েছে ১০ ট্রাক খাদ্য সামগ্রী।প্রত্যেক ট্রাকে ২৫০ প্যাকেট খাবার রয়েছে। প্রতিটি প্যাকেটে ১৫ কেজি চাল, এক কেজি ডাল, এক কেজি পেঁয়াজ, পাঁচ কেজি আলু, ৫০০ গ্রাম সয়াবিন তেল, ২০০ গ্রাম সরিষার তেল, ৫০ গ্রাম শুকনা মরিচ এবং ১টি সাবান রয়েছে। গণস্বাস্থ্য কেন্দ্রের এই উদ্যোগ প্রতিমাসে দেয়ার চেষ্টা চলছে বলে জানানো হয়েছে। আপনার মতামত দিন : SHARES দেশজুড়ে বিষয়: