করোনাভাইরাস: আরও একজনের মৃত্যু, নতুন করে ১৮ জন শনাক্ত

Emon Emon

Chowdhury

প্রকাশিত: ৭:০৪ অপরাহ্ণ, এপ্রিল ৫, ২০২০

প্রাণঘাতী করোনাভাইরাসে দেশে আরও একজনের মারা গেছেন, নতুন করে শনাক্ত হয়েছে  ১৮ জনের দেহে। এ  নিয়ে মোট মারা গেছে ৯ জন, আক্রান্তের সংখ্যা ৮৮।

রোববার (২ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) করোনাভাইরাস সংক্রান্ত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

আইইডিসিআর থেকে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৫৫ বছর বয়সী  একজনের মৃত্যু হয়েছ। মৃত ব্যক্তির বাড়ি নারায়ণগঞ্জ জেলায়। নতুন করে ৩৬৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে এবং ১৮ জনের দেহে ভাইরাস শনাক্ত করা হয়েছে। আক্রান্তদের মধ্যে ১৫ জন পুরুষ এবং ৩ জন মহিলা। এদের মাঝে ১২ জন ঢাকা, ৫ জন নারায়ণগঞ্জ এবং এবং একজন মাদারীপুর জেলার অধিবাসী।

আরও জানানো হয়, সামাজিক সংক্রমণ এখনও এলাকাভিত্তিক। রাজধানীর মিরপুরে টোলারবাগ, বাসাবো, নারায়ণগঞ্জ, মাদারীপুর ও গাইবান্ধাকে ঝুকিপূর্ণ এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে। এই এলাকাগুলোতে নজরদারি জোরদার করা হয়েছে।

প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়ে কোভিড-১৯ । এপর এ ভাইরাসে আক্রান্ত হন বিশ্বের ২০৩টি দেশ। করোনায় এখন পর্যন্ত সাড়ে ১২ লাখ ৪ হাজার ২৪৬ জন আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মারা গেছেন ৬৪ হাজার ৮০৬ জন। তবে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ২ লাখ ৪৭ হাজার ৩৪০ জন মানুষ।

আপনার মতামত দিন :