ইরানে আরও দেড় শতাধিক মৃত্যু, মোট ৩৬০৩

Emon Emon

Chowdhury

প্রকাশিত: ৭:৩০ অপরাহ্ণ, এপ্রিল ৫, ২০২০

মহামারি করোনাভাইরাস সংক্রমিত রোগ কোভিড-১৯ আক্রান্ত আরও ১৫১ জন মারা গেছে ইরানে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র কিয়ানুশ জাহানপুর করোনা নিয়ে রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে দেওয়া নিয়মিত প্রেস ব্রিফিংয়ে আজ এ তথ্য জানিয়েছেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র কিয়ানুশ জাহানপুর জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও দেড় শতাধিক মানুষের মৃত্যুর মধ্য দিয়ে ইরানে নোভেল করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে এখন ৩ হাজার ৬০৩ জন। ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত প্রায় ২৫’শ।

শুধু মধ্যপ্রাচ্যে নয় গোটা বিশ্বে মহামারি করোনাভাইরাসে বিপর্যস্ত দেশগুলোর একটি হলো ইরান। মুখপাত্র জাহানপুরের দেওয়া তথ্যমতে, ইরানে এখন পর্যন্ত করোনাভাইরাস পজিটিভ হিসেবে শনাক্ত করা হয়েছে ৫৮ হাজার ২২৬ জনকে।

তিনি আরও জানিয়েছেন, করোনায় আক্রান্ত মানুষের মধ্যে ২২ হাজার ১১ জন ইতোমধ্যে সুস্থ হয়েছেন। এছাড়া ৪ হাজার ৫৭ জনের অবস্থা আশঙ্কাজনক। তবে ইরান সরকার করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা নিয়ে তথ্য গোপন করছে বলেও অভিযোগ রয়েছে।

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি আজ ঘোষণা দিয়েছেন, আগামী ১১ এপ্রিল থেকে সীমিত পরিসরে বিভিন্ন প্রদেশের কার্যক্রম চালু করা হবে। তবে তেহরানের জন্য এ নিয়ম কার্যকর হবে না। করোনা মোকাবিলায় গঠিত জাতীয় টাস্কফোর্সের সঙ্গে বৈঠকে তিনি এ কথা জানান।

আপনার মতামত দিন :