করোনা প্রকোপে ও নোয়াখালীতে থেমে নেই কিডনী ডায়ালাইসিস সেবা। Shahadat Shahadat Hossain প্রকাশিত: ৮:২৫ অপরাহ্ণ, এপ্রিল ৫, ২০২০ মোঃ শাহাদাত হোসেন ঃ- চারিদিকে যখন করোনা আতংকে কিছুটা ভীতসন্ত্রস্ত চিকিৎসক, নার্স, টেকনোলজিষ্ট সহ স্বাস্থ্যকর্মীরা ঠিক তখনই নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের কিডনী ডায়ালাইসিস ইউনিটে চলছে নিরবিচ্ছিন্ন ডায়ালাইসিস সেবা। দেশের বিভিন্ন হাসপাতালের চিকিৎসক,নার্সদের নিয়ে দায়িত্ব অবহেলার অভিযোগ উঠলে ও কিডনী ডায়ালাইসিস ইউনিটে কর্মরত সকলেই আন্তরিক ভাবে সেবা দিয়ে যাচ্ছেন। সরেজমিনে গিয়ে দেখা যায়, পূর্বের মত এখনো প্রতিদিন চারটি শিফটে ভাগ করে প্রায় অর্ধশতাধিক রোগী কে সেবা প্রদান করা হচ্ছে। করোনা ভাইরাসের কারণে কোন শিডিউল পরিবর্তন বা কমানো হয় নি। রোগীরা জানান, আমরা ভেবেছিলাম করোনা ভাইরাসের কারণে যেখানে বিভিন্ন হাসপাতালে বা ডাক্তার সাহেবদের কাছে গেলে চিকিৎসা দিতে অনীহা দেখায় সেরকম হয়তো ডায়ালাইসিস নিতে গেলে হবে। কিন্তু এখানে আগের মতই আমাদের কে আন্তরিক ভাবে সেবা দিয়ে আসছেন সবাই। এ ব্যাপারে ডায়ালাইসিস ইউনিটের ইনচার্জ ফারজানা জাফরিনের কাছে জানতে যাওয়া হলে তিনি জানান, করোনা ভাইরাসের কারণে কিছুটা ঝুঁকি থাকলে ও আমরা পিপিই পরিধান করে আগের মতই কিডনী রোগীদের ডায়ালাইসিস সেবা দিয়ে আসছি, আমাদের এখানে সকলেই সেবা কে প্রাধান্য দিয়ে কাজ করে যাচ্ছেন। আর ডায়ালাইসিস ইউনিটের উদ্যােক্তা ও কিডনী বিভাগের প্রধান ডাঃ ফজলে এলাহী খাঁন জানান, করোনা ভাইরাসে সব চেয়ে বেশী ঝুঁকি কিডনী বিকল রোগীদের। আর কিডনী বিকল রোগীদের একমাত্র চিকিৎসা কিডনী ডায়ালাইসিস করানো। তাই এসময়ে রোগীদের নিরবিচ্ছিন্ন সেবা দেওয়াও আমাদের দায়িত্ব এবং কর্তব্যে মধ্যে পড়ে । তিনি আরো জানান, আমাদের ডায়ালাইসিস ইউনিটে কর্মরত ১৬ জন স্টাফ নার্স সহ সকলেই রোগীদের প্রতি আন্তরিক। আমরা আশা করি আমরা এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে পারবো। আপনার মতামত দিন : SHARES স্বাস্থ্য বিষয়: