আশুলিয়ায় ভন্ড রানা কবিরাজ কে জেল জরিমানা

Omar Omar

Faruque

প্রকাশিত: ১:১২ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০২০

স্টাফ রিপোর্টারঃ সাভারের আশুলিয়ায় নকল জীবাণুনাশক হেক্সিসল তৈরি ও বিক্রির অপরাধে রানা কবিরাজ নামের এক ভন্ড প্রতারককে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার (৫ এপ্রিল) সন্ধ্যায় আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় কেমিস্ট ও কাগজপত্র ছাড়া নকল হেক্সিসল তৈরি ও বিক্রির অপরাধে ওই ব্যক্তিকে দন্ড প্রদান করেন আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ।

মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে জীবাণুনাশক হ্যান্ডওয়াশের অংশ হিসেবে ব্যবহৃত হওয়া হেক্সিসল যখন কোন ভাবেই বাজারে পাওয়া যাচ্ছিল না, ঠিক সেই সুযোগে প্রতারক রানা থিনার ও নীলের মিশ্রণে নিম্নমানের হেক্সিসল নিজেই তৈরি করে বাজারজাত করে আসছিল।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ বলেন “আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি রানা কবিরাজ নামে এক ব্যক্তি দীর্ঘদিন ধরে কেমিস্ট ও কাগজপত্র ছাড়া অবৈধ ভাবে ঔষধ তৈরি করে বাজারজাতসহ চিকিৎসা সেবা প্রদান করে আসছে। সম্প্রতি তিনি করোনা ভাইরাস প্রতিরোধে হ্যান্ডওয়াশ হিসেবে ব্যবহৃত হওয়া জীবাণুনাশক হেক্সিসল তৈরি ও বিক্রি করে আসছিল। পরে অভিযান চালিয়ে আমরা হাতে নাতে পেয়েছি এবং তাকে বিশ হাজার টাকা জরিমানা করা হলে তিনি টাকা না দিতে পারায় এক মাসের জেল দেওয়া হয়েছে।

এসময় আশুলিয়া থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত দিন :