এবার বাঘের শরীরে করোনা ভাইরাস

Emon Emon

Chowdhury

প্রকাশিত: ১:১৪ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০২০

এবার যুক্তরাষ্ট্রে এক বাঘের শরীরে পাওয়া গেল মহামারি করোনা ভাইরাস। নিউইয়র্কের ব্রঙ্কস চিড়িয়াখানার বাঘটি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। দেশটিতে এই প্রথম কোনো পশু এ ভাইরাসে আক্রান্ত হলো।

সোমবার ব্রঙ্কস চিড়িয়াখানার বন্যপ্রাণী সংরক্ষণ সমিতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, ৪ বছর বয়সী মালায়ান এই বাঘটির শুষ্ক কাশি হচ্ছিল। সেইসঙ্গে ক্ষুধা কমে গিয়েছিল তার। চিকিৎসার জন্য তাকে জাতীয় ভেটেরিনারি সার্ভিস ল্যাবরেটরিতে নেয়া হয়। পরে সেখানে তার স্বাস্থ্য পরীক্ষা করা হলে করোনা ধরা পড়ে।

যে ব্যক্তি এই বাঘের রক্ষণাবেক্ষণ করতেন তার কাছ থেকে বাঘের মধ্যে এই ভাইরাস সংক্রমিত হতে পারে বলে ধারণা করছে কর্তৃপক্ষ।

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে জনসমাগম এড়াতে গত ১৬ মার্চ থেকে অস্থায়ীভাবে ব্রঙ্কস চিড়িয়াখানা দর্শনার্থীদের জন্য বন্ধ রাখা হয়েছে।

এদিকে মহামারি করোনা ভাইরাসে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। দেশটিতে মোট ৩ লাখ ৩৭ হাজার ৩১০ জন করোনা রোগী শনাক্তের তথ্য পাওয়া গেছে।

গত ২৪ ঘণ্টায় আরো ১ হাজার ৭৬ জন করোনা রোগী মারা গেছেন। সব মিলিয়ে মারা গেছেন ৯ হাজার ৫২৮ জন।

আপনার মতামত দিন :