মুম্বাইয়ের এক হাসপাতালে করোনা আক্রান্ত তিন ডাক্তার, ২৬ নার্স

Emon Emon

Chowdhury

প্রকাশিত: ১:৩২ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০২০

পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা না থাকায় করোনা রোগীদের চিকিৎসা করাতে গিয়ে আক্রান্ত হয়েছেন মুম্বাইয়ের ওকহার্ড হাসপাতালের তিনজন চিকিৎসক ও ২৬ জন নার্স। সংক্রমণ ছড়িয়ে পড়ার কারণে ইতোমধ্যেই বন্ধ করে দেয়া হয়েছে হাসপাতালের দরজা।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বর্তমানে হাসপাতালটিতে রোগী ভর্তি বন্ধ রয়েছে। কোনও রোগী, চিকিৎসক, নার্স বা স্বাস্থ্যকর্মীকে হাসপাতালের বাইরে যেতে দেয়া হচ্ছে না। আক্রান্তদের পৃথক আইসোলেশন ওয়ার্ডে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। বাকি সবারই নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

mumbai-2

ইউনাইটেড নার্স অ্যাসোসিয়েশনের দাবি, করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসায় নিয়োজিত চিকিৎসক-নার্সদের জন্য আলাদা কোনও সুরক্ষা ব্যবস্থা করেনি হাসপাতাল কর্তৃপক্ষ। সংক্রমণ ঠেকানোর মতো পোশাক-পিপিই কিছুই ছিল না। প্রথম যখন একজন নার্সের মধ্যে সংক্রমণ ধরা পড়ে তাকেও আলাদা রাখা হয়নি। ফলে বাকিদের মধ্যেও দ্রুত ছড়িয়ে পড়েছে ভাইরাসটি।

এদিকে, হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় আপাতত জরুরি সেবা বন্ধ রাখা হয়েছে। হাসপাতালের ভেতর ও বাইরে জীবাণুমুক্ত করা হচ্ছে। হাসপাতালের ক্যান্টিন খোলা রয়েছে। রোগী ও স্বাস্থ্যকর্মীদের খাবারের অভাব নেই। তবে কেউ যেন বাইরে যেতে না পারেন, সেদিকে নজর রাখা হচ্ছে।

সূত্র: দ্য ওয়াল

আপনার মতামত দিন :