বরিশালের করোনা ইউনিটে ব্যাংক কর্মকর্তার মৃত্যু

Emon Emon

Chowdhury

প্রকাশিত: ১০:৫৬ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০২০

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনা ইউনিটে একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির বয়স ৫০। তিনি পেশায় ব্যাংক কর্মকর্তা ছিলেন।

তার বাড়ি বরিশাল সদর উপজেলায়। তিনি শ্বাসকষ্ট, জ্বর ও গলা ব্যথায় ভুগছিলেন। শ্বাসকষ্ট, জ্বর ও গলা ব্যথা নিয়ে সোমবার (৬ এপ্রিল) বিকেল ৪টা ৫০ মিনিটে হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। বিকেল ৫টা ১০ মিনিটে তার মৃত্যু হয়। অর্থাৎ ভর্তি হওয়ার ১৫-২০ মিনিটের মধ্যেই তার মৃত্যু হয়।

বরিশালের সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত্যুর খবরে প্রকাশিত হলে জেলা প্রশাসক এফ এম অজিয়র রহমান জানান, মৃত ব্যক্তির বাড়ির আশপাশের এলাকা লকডাউনের প্রক্রিয়া চলছে।

আপনার মতামত দিন :