পিপিই কম কেন, প্রতিবাদ করায় ডাক্তার গ্রেফতার পাকিস্তানে Emon Emon Chowdhury প্রকাশিত: ১১:১৫ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০২০ করোনাভাইরাসের সঙ্গে যুদ্ধ করবেন যারা, সেই ডাক্তার-নার্সদের জন্যই সবচেয়ে বেশি প্রয়োজন সুরক্ষা পোশাক পিপিই (পারসোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট)। অথচ এই অতি প্রয়োজনীয় পোশাকটিরই প্রকট অভাব সারা বিশ্বে। পাকিস্তানও এর বাইরে নয়। কোভিড-১৯ ভাইরাসের সঙ্গে লড়াই করার জন্য পিপিই কম কেন? এই দাবিতে প্রতিবাদমুখর হয়েছিলেন পাকিস্তানের একদল ডাক্তার। এ কারণে তাদের ওপর চড়াও হয়ে প্রায় এক ডজন ডাক্তারকে গ্রেফতার করেছে পুলিশ। পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় রাজ্য বেলুচিস্তানের কোয়েটায় পিপিই’র দাবিতে আন্দোলনে নামে ডাক্তাররা। সেখানেই গ্রেফতার চালানো হয় ডাক্তারদের। সিনিয়র পুলিশ কর্মকর্তা রাজ্জাক চিমা সিএনএনের কাছে গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন। ডাক্তারদের গ্রেফতার করার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে ইয়াং ডাক্তার এ্যাসোসিয়েশন (ওয়াইডিএ) পুরো বেলুচিস্তানে সকল প্রকার মেডিক্যাল সার্ভিস অনির্দিষ্টকালের জন্য বয়কটের ঘোষণা দিয়েছে। ডাক্তারদের প্রতিবাদে নামার অন্যতম বড় কারণও ছিল। শুধুমাত্র কোয়েটাতেই ১৩জন ডাক্তার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে পিপিই না থাকার কারণে। এরপরই আন্দোলনে নামে ডাক্তাররা। প্রসঙ্গতঃ কোভিড-১৯ ভাইরাসে এখনও পর্যন্ত পাকিস্তানে আক্রান্ত হয়েছে ৩২৭৭জন এবং মৃত্যুবরণ করেছেন ৫০ জন। আপনার মতামত দিন : SHARES অপরাধ ও অসংগতি বিষয়: