যে ১৭ হাসপাতাল-ল্যাবে করোনা পরীক্ষা হচ্ছে Emon Emon Chowdhury প্রকাশিত: ৪:১৪ পূর্বাহ্ণ, এপ্রিল ৭, ২০২০ বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা, বাড়ছে মৃতের সংখ্যাও। সোমবার আইইডিসিআর থেকে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৩৫ জন করোনা আক্রান্ত রোগী চিহ্নিত হয়েছেন। এ ভাইরাসে মারা গেছেন তিনজন। এ খবরে দেশবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়েছে, করোনাভাইরাস শনাক্তের জন্য ঢাকাসহ দেশের ১৭টি জায়গায় পরীক্ষা করা হচ্ছে। করোনাভাইরাসের লক্ষণ-উপসর্গ থাকলে নিকটস্থ পরীক্ষাকেন্দ্রে যোগাযোগ করলে পরীক্ষা করানো যাবে। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, ঢাকায় রোগতত্ত¡, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর), ইনস্টিটিউট অব পাবলিক হেলথ (জনস্বাস্থ্য ইনস্টিটিউট), আইসিডিডিআরবি, শিশু স্বাস্থ্য গবেষণা ফাউন্ডেশন (সিএইচআরএফ), আইডিইএসএইচআই (আইদেশী), ন্যাশনাল ইনস্টিটিউট ল্যাবরেটরি মেডিসিন, ঢাকা মেডিক্যাল কলেজ, আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথলজি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) করোনাভাইরাসের পরীক্ষা ব্যবস্থা রয়েছে। ঢাকার বাইরে চট্টগ্রামে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস, রংপুর মেডিক্যাল কলেজ, রাজশাহী মেডিক্যাল কলেজ, ময়মনসিংহ মেডিক্যাল কলেজ, সিলেটে এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল, খুলনা মেডিক্যাল কলেজ, বরিশালে শেরে বাংলা মেডিক্যাল কলেজ, কক্সবাজার মেডিক্যাল কলেজে করোনাভাইরাসের পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। করোনা পরীক্ষাগারে যোগাযোগের মাধ্যম : স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়েছে, করোনার লক্ষণ থাকলে ১৬২৬৩, ৩৩৩ অথবা আইইডিআরের হটলাইনে যোগাযোগ করলে বাড়ি থেকে নমুনা সংগ্রহ করা হবে। এছাড়া, হাসপাতালগুলোর আউটডোরে আসলে চিকিৎসকরা করোনা করোনা পরীক্ষার জন্য পরামর্শ দিলে নমুনা সংগ্রহ করা হবে। এছাড়া, করোনার লক্ষণ থাকলে পরীক্ষাকেন্দ্রগুলোর নাম্বারগুলোতেও যোগাযোগ করা যাবে- আইইডিসিআর: ০২-৯৮৯৮৭৯৬, জনস্বাস্থ্য ইনস্টিটিউট : ০২-৮৮২১৩৬১, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস : ০৩১-২৭৮০৪২৬, সিএইচআরএফ : ০২-৪৮১১০১১৭, আইসিডিডিআর’বি:০৯৬৬৬-৭৭১১০০, আইডিইএসএইচআই (আইদেশী): ০১৭৯৩-১৬৩৩০৪, ন্যাশনাল ইনস্টিটিউট ল্যাবরেটরি মেডিসিন: ০২-৯১৩৯৮১৭,রংপুর মেডিক্যাল কলেজ: ০৫২১-৬৩৩৮৮, রাজশাহী মেডিক্যাল কলেজ: ০৭২১-৭৭২১৫০, ঢাকা মেডিক্যাল কলেজ: ০২-৫৫১৬৫০৮৮, ময়মনসিংহ মেডিক্যাল কলেজ: ০৯১-৬৬০৬৩, এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল: ০৮২১-৭১৩৬৬৭, খুলনা মেডিক্যাল কলেজ: ০৪১-৭৬০৩৫০ শেরে বাংলা মেডিক্যাল কলেজ: ০৪৩১-২১৭৩৫৪৭, কক্সবাজার মেডিক্যাল কলেজ: ০১৮২১-৪৩১১৪৪, আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথলজি: ০১৭৬৯-০১৬৬১৬, বিএসএমএমইউ : ০১৮৬৬-৬৩৭৪৮২। আপনার মতামত দিন : SHARES ক্যাম্পাস সংবাদ বিষয়: