করোনাভাইরাস : রাজশাহীতে মেডিসিন ক্লাবের উদ্যোগে ত্রাণ বিতরণ

Emon Emon

Chowdhury

প্রকাশিত: ৮:৫৫ অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০২০

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত লকডাউনে উদ্ভুত পরিস্থিতিতে রাজশাহীর দিনমজুর, শ্রমিক ও খেটে খাওয়া মানুষের মধ্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বিতরণ। প্রথম পর্যায়ে ৪৫ টি পরিবারের মধ্যে এ ত্রাণ সামগ্রী বিতরণ করে মেডিসিন ক্লাবের রাজশাহী মেডিকেল কলেজ ইউনিট।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে ত্রাণ বিতরণের মাধ্যমে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

সংগঠনের সদস্য আবদু্ল্লাহ আল ফারুক মেডিভয়েসকে জানিয়েছেন, জাতির এই ক্রান্তিলগ্নে তারা প্রথম পর্যায়ে ৪৫ টি পরিবারের মধ্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে, ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ৩ কেজি আলু, ১ কেজি করে পেয়াজ,মুড়ি, লবণ, চিনি ও ভোজ্য তেল এবং ২ টি সাবান।

তিনি আরও জানান, এ ত্রাণ কর্মসূচির উদ্বোধন করেন  বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক সহ-সভাপতি ও মেডিসিন ক্লাব, রামেক ইউনিটের উপদেষ্টা  ডাঃ আনিকা ফারিহা জামান অর্ণা। এছাড়াও উপস্থিত ছিলেন, অত্র কলেজের অর্থোপেডিক্স বিভাগের রেজিস্ট্রার ডাঃ আব্দুল আওয়াল , রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি ও রামেক ইউনিটের উপদেষ্টা ডাঃ মোমিনুল ইসলাম (লিটন), ডাঃ মিজানুর রহমান, ডাঃ মোঃ শামীম হোসেন, ডাঃ মোস্তাফিজুর  রহমান, ডাঃ হারুন অর রশিদ, ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ নাহিদ হোসেন প্রমুখ।

এসময় আর্ত-মানবতার আহ্বানে সাড়া দিয়ে যারা সহযোগিতার হাত প্রসারিত করেছেন তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

প্রসঙ্গত, করেনাভাইরাস মহামারী সংক্রমণ রোধে গত ২৬ মার্চ থেকে সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয় । এসময় সকল ধরণের গণপরিবহন বন্ধ থাকায় কার্যত লকডাউন হয়ে যায় সারাদেশ। এ অবস্থায় বিপদে পরে দেশের নিম্নআয়ের খেটে খাওয়া সাধারণ মানুষ।

আপনার মতামত দিন :