টুঙ্গিপাড়ায় স্বামী-স্ত্রীর করোনা পজিটিভ, ৫ বাড়ি লকডাউন Emon Emon Chowdhury প্রকাশিত: ৯:৩১ অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০২০ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় স্বামী-স্ত্রীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ ঘটনায় পাঁচটি বাড়ি লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) ওই দুইজনের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানান গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ। পারিবারিক সূত্রে জানা যায়, ঢাকার একটি মুদি দোকানে চাকরি করতেন ওই ব্যক্তি। গত ৪ এপ্রিল তিনি তার স্ত্রী এবং এক ছেলে ও এক মেয়েকে নিয়ে ঢাকা থেকে তার শ্বশুরবাড়ি মাদারীপুরের শিবচরে যান। পরদিন ৫ এপ্রিল তিনি টুঙ্গিপাড়ায় গ্রামের বাড়িতে চলে আসেন। গত ৬ এপ্রিল তার বাবা শিবচরে গিয়ে পুত্রবধূ ও দুই নাতিকে টুঙ্গিপাড়ায় নিয়ে আসেন। স্থানীয় লোকজন খবরটি উপজেলা প্রশাসনকে জানালে ৭ এপ্রিল স্বামী-স্ত্রীর শরীর থেকে নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়। বৃহস্পতিবার তাদের করোনা পজিটিভ রিপোর্ট আসে। টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসীম উদ্দিন বলেন, করোনা পজিটিভ শনাক্ত হওয়ায় স্বামী-স্ত্রীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাদের শারীরিক অবস্থা ভালো আছে। নিয়ম অনুযায়ী সেখানে তাদের চিকিৎসা দেয়া হবে। ইতোমধ্যে তাদের বাড়িসহ আশপাশের পাঁচটি বাড়ি লকডাউন করা হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) পরিবারের অন্যান্য সদস্যদের শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হবে। আপনার মতামত দিন : SHARES দেশজুড়ে বিষয়: